Thursday, August 21, 2025

কাশ্মীরে জঙ্গি হামলার (Terrorist attack in Kashmir) জেরে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পথে ভারত। ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর বাড়িতে সিসিএস (CCS) বৈঠকে একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওয়াঘা বর্ডার সীমান্ত বন্ধ থেকে শুরু করে পাকিস্তানিদের ভিসা বাতিল করার কথা বুধবার রাতেই জানিয়েছে ভারতীয় বিদেশ মন্ত্রক। ২৬ নিরপরাধের মৃত্যুতে ফুঁসছে গোটা দেশ, জবাব কোন পথে তা নিয়ে আলোচনায় বৃহস্পতিবার সন্ধ্যায় সর্বদলীয় বৈঠক ডাকলো কেন্দ্র (Government of India)।

গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর যে নৃশংস জঙ্গি হামলা হয়েছে তাতে পাকিস্তান যোগ স্পষ্ট বলে জানা গেছে। নিহতদের মধ্যে ২৫ জন ভারতীয় এবং একজন নেপালি নাগরিক রয়েছেন। পর্যটকদের ধর্ম পরিচয়ের ভিত্তিতে যেভাবে বেছে বেছে গুলি করা হয়েছে তার নিন্দায় সরব গোটা দেশ। পাল্টা জবাব দেওয়ার জন্য দাবি সব মহলের। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) আগেই জানিয়েছেন এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের কাউকে রাগ করা হবে না। তিন বাহিনীকেই সজাগ থাকার নির্দেশ দিয়েছে বিদেশ মন্ত্র জারি উচ্চপর্যায়ে সতর্কতা। বুধবার রাতে বৈঠকের পর এবার বৃহস্পতি সন্ধ্যায় সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছে মোদি সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) যোগ দেবেন। থাকবেন প্রতিরক্ষা মন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কমিটির সদস্যরাও। কাশ্মীর নিরাপদ এবং শান্ত আছে বলে কেন্দ্রের দাবিকে নিশানা করে প্রথম থেকেই সুর চড়িয়েছেন বিরোধীরা।এখনও পর্যন্ত জানা গেছে, তৃণমূল কংগ্রেসের তরফে বৈঠকে যোগ দেবেন সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Banerjee)।কংগ্রেসের তরফে দলের সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে উপস্থিত থাকতে পারেন। সম্ভবত থাকবেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। আরজেডির মনোজ ঝাঁ, ডিএমকের ত্রিরুচি শিবা, শিব সেনার শ্রীকান্ত শিণ্ডেও বৈঠকে যোগ দেবেন। এনডিএর জোটসঙ্গী জেডিইউ অবশ্য এই বৈঠকে কোনও প্রতিনিধি পাঠাবে না। সন্ধে ৬টায় সর্বদল বৈঠকে সব গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলকেই আমন্ত্রণ জানিয়েছে কেন্দ্র। ওই বৈঠকে সভাপতিত্ব করবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। স্বরাষ্ট্রমন্ত্রী থাকবেন ঠিকই, কিন্তু এই মুহূর্তে পহেলগামের স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ বিষয়ের উপর সর্বদল বৈঠকে প্রধানমন্ত্রীর অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন জয়রাম রমেশ।

সন্ত্রাসবাদী হামলার জেরে বড় ধাক্কা খেয়েছে কাশ্মীরের পর্যটন শিল্প। ব্যবসায়িক ক্ষতির মুখে পড়তে হয়েছে অনেককে। অমরনাথ চর্চার আগে আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। এই অবস্থায় দাঁড়িয়ে আজকের সর্বদলীয় বৈঠকে জঙ্গি হামলার পাল্টা জবাব থেকে শুরু করে কাশ্মীরের বর্তমান অবস্থা নিয়ে কোন সিদ্ধান্ত হয় সেদিকে নজর থাকবে।

 

 

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version