নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বৈঠকে আজ শ্রীনগর- উধমপুরে ভারতের সেনাপ্রধান জেনারেল

পহেলগামের হামলার তিনদিনের মাথায় শুক্রবার কাশ্মীর যাচ্ছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী (Indian Army chief Gen Upendra Dwivedi)। ভারতীয় সেনা (Indian Army) সূত্রে খবর শ্রীনগর ও উধমপুর দুজায়গাতেই যাবেন তিনি। এই সফরে সেনাপ্রধান জেনারেল কাশ্মীর উপত্যকায় মোতায়েন ঊর্ধ্বতন কমান্ডার এবং নিরাপত্তা সংস্থার অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন। তাঁর এই সফরে আগেই যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে বৃহস্পতিবার মধ্যরাত থেকে জম্মু-কাশ্মীরের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় হামলা পাক সেনার। পাল্টা জবাব দিচ্ছে ভারত।

২২ এপ্রিল কাশ্মীরে যেভাবে নিরীহ পর্যটকদের ওপর হামলা চালানো হয়েছে তার পাল্টা প্রত্যাঘাত দিতে তৈরি ভারত। প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পাশাপাশি ভারত যে কোনও মুহূর্তে বড় আক্রমণ করতে পারে সেই আশায় রীতিমতো ভয় পেয়েছে প্রতিবেশী রাষ্ট্র। পাক -প্রধানমন্ত্রী তড়িঘড়ি নিরাপত্তা উপদেষ্টা কমিটির সঙ্গে বৈঠক করেছেন পাশাপাশি ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতিও চলছে করাচি উপকূলে। সীমান্তে পাকিস্তানি বায়ুসেনার তৎপরতা নজর এড়ায়নি নয়া দিল্লির। এই অবস্থায় উরির (Uri) মতো আরও এক সার্জিক্যাল স্ট্রাইক নাকি আকাশপথে হামলা- কীভাবে বদলা নেবে ভারত তার দিকে তাকিয়ে ১৪০ কোটি দেশবাসী। এই আবহে আজ ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী শ্রীনগর ও উধমপুর সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে। ১৫ জন কর্প কমান্ডার এবং অন্যান্য রাষ্ট্রীয় রাইফেলস ফর্মেশন কমান্ডাররা এই সফরে উপস্থিত থাকবেন বলে খবর।