দিঘায় জগন্নাথ মন্দিরে কলসযাত্রা: ভিডিও পোস্ট করে খবর জানালেন মুখ্যমন্ত্রী

হাতে গোনা আর কয়েকটি দিন। অক্ষয় তৃতীয়াতেই দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন। তার আগে শুরু হয়ে গিয়েছেন রীতি-রেওয়াজ। শুক্রবার দুপুরে নিজের এক্স হ্যান্ডেলে কলসযাত্রার ভিডিও পোস্ট করে জানালেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

সুসজ্জিত দিঘার (Digha) জগন্নাথ মন্দির। সেখানে কলসিতে করে জল নিয়ে আসছেন মহিলারা। রয়েছেন পুরোহিতরাও। সেই ভিডিও পোস্ট করে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) লেখেন,
“গভীর ভক্তি ভরা হৃদয় নিয়ে, আমরা প্রভু জগন্নাথকে আমাদের মধ্যে স্বাগত জানাতে প্রস্তুত।
শুভ অক্ষয় তৃতীয়া উপলক্ষ্যে দিঘায় প্রভুর দেবালয় উদ্বোধন করা হবে।
প্রাণ প্রতিষ্ঠার আগে অনুষ্ঠান শুরু হয়েছে। ভক্তদের আন্তরিক অংশগ্রহণে কলসযাত্রা অনুষ্ঠিত হয়।“

শুধু পর্যটনকেন্দ্র নয়, দিঘাকে এবার ধর্মীয় এবং সাংস্কৃতিক কেন্দ্র হিসাবেও গড়ে তুলতে চান মুখ্যমন্ত্রী। অক্ষয় তৃতীয়ার দিন অর্থাৎ ৩০ এপ্রিল দিঘায় উদ্বোধন হবে জগন্নাথ মন্দিরের। দিঘার (Digha) ওই মন্দির পরিচালনার দায়িত্ব থাকবে ইসকনের (ISKCON) হাতে।
আরও খবর: কোনও পাসপোর্ট নেই, আছে জালিয়াতের অভিযোগ! সোহিনীর বিরুদ্ধে বিস্ফোরক বিতানের দাদা বিভু