দীর্ঘমেয়াদি ভিসা থাকা পাকিস্তানি হিন্দুদের ভিসা বাতিলে না নয়াদিল্লির 

পহেলগামে হামলার পর পাকিস্তানিদের ভিসা বাতিল (VISA Cancelled) করার ঘোষণা করেছিল ভারতীয় বিদেশমন্ত্রক (Indian Ministry of External Affairs)। পাশাপাশি ৪৮ ঘণ্টার মধ্যে সব পাকিস্তানিকে নিজের দেশে ফিরে যাওয়ার নির্দেশ জারি করা হয়েছিল। এবার নয়াদিল্লির (New Delhi) তরফে বলা হলো মুসলিমদের জন্য ভিসা বাতিল হলেও পাকিস্তানি হিন্দুদের জন্য এই নির্দেশ কার্যকরী হবে না। অর্থাৎ যেসব পাকিস্তানি হিন্দুরা দীর্ঘমেয়াদি ভিসায় ভারতে রয়েছেন, তাঁদের ভিসা বাতিল হচ্ছে না।

কাশ্মীরে পর্যটকদের উপরর জঙ্গি হামলার দায় স্বীকার করেছে লস্করের শাখা সংগঠন। দীর্ঘদিন ধরে এই লস্করকে সাহায্য করছে পাক প্রশাসন। তাই সন্ত্রাসবাদে মদত দেওয়া বন্ধ না করা পর্যন্ত প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সবরকমের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে ভারত (Government of India)। অনির্দিষ্টকালের জন্য সিন্ধু চুক্তি স্থগিত করে দেওয়া থেকে শুরু করে আটারি সীমান্ত বন্ধ এবং ভারতে পাকিস্তানিদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। জানিয়ে দেয়া হয়েছে আগামী দিনেও কোন পাক নাগরিককে ভারত ভিসা দেবে না। কিন্তু বৃহস্পতিবার আরও এক নয়া নির্দেশনামা প্রকাশ্যে এসেছে। যেখানে বলা হয়েছে ভিসা সংক্রান্ত যে যে ঘোষণা হয়েছে তা ভারতের দীর্ঘমেয়াদি ভিসায় থাকা পাকিস্তানি হিন্দুদের জন্য কার্যকরী নয়। এটা প্রযোজ্য হবে শুধুমাত্র মুসলিমদের জন্য। কূটনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, এই সিদ্ধান্তের মাধ্যমে মোদি সরকারের স্পষ্ট বক্তব্য, যে হিন্দুত্বের জন্য ভারতের দরজা সব সময় খোলা। কিন্তু পাকিস্তান সরকার শিখ পুণ্যার্থীদের জন্য ভিসায় ছাড় দেওয়ার পরই নয়াদিল্লির এই ঘোষণা আন্তর্জাতিক মহলে নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ তো বটেই।