ফের ৭ বছরের নাবালিকাকে লাগাতার ৩ দিন ধরে যৌন নির্যাতনের অভিযোগ উঠল প্রতিবেশী প্রৌঢ়ের বিরুদ্ধে। ওই শিশুকন্যাকে খাবারের লোভ দেখিয়ে প্রৌঢ় বাড়ি ডেকে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করতেন বলে অভিযোগ। নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রৌঢ়কে গ্রেফতার করেছে কাটোয়া (Katwa) থানার পুলিশ (Police)।

অভিযোগ, গত তিন ধরে দুপুরে সময়বুঝে নাবালিকাকে নিজের ফাঁকা বাড়িতে ডেকে নিয়ে যেতেন ওই প্রৌঢ়। তারপর নাবালিকাকে ভয় দেখিয়ে মুখে গামছা চাপা দিয়ে যৌন নির্যাতন করা হয়। ভয় দেখানোর ফলে মেয়েটি বাড়ির কাছে মুখ খুলতেও সাহস পায়নি। এদিন বিষয়টি পাড়ার অন্যান্য বাচ্চারা জানতে পেরে নাবালিকার বাড়িতে খবর দেয়। পরিবারের লোকজন জিজ্ঞাসা করলে মেয়েটি সব কথা জানিয়ে দেয়।


এরপর মেয়েটির বাড়ির লোকজন ওই প্রতিবেশীর বিরুদ্ধে কাটোয়া (Katwa) থানায় অভিযোগ করেন। যার ভিত্তিতে সেদিন রাতেই ওই প্রৌঢ়কে গ্রেফতার করে কাটোয়া থানার পুলিশ। বৃহস্পতিবার রাতে মেডিক্যাল পরীক্ষা হয় নাবালিকার। নাবালিকার এক আত্মীয় জানিয়েছেন, “ভয়ে আমাদের কিছুই বলেনি। আমরা প্রথমে তাই জানতাম না। পাড়ার বাচ্চারা বলার পরই সব জানা যায়। তখন মেয়ে বলে, আমার সঙ্গে ওই দাদু নোংরা কাজ করেছে।”

হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার সুশান্তবরণ দত্ত জানান, নাবালিকার মেডিক্যাল টেস্ট করা হয়। রিপোর্ট এলে জানা যাবে ধর্ষণ করা হয়েছে কি না।
আরও খবর: পহেলগামের ঘটনা সমাজে বিভেদ তৈরির চেষ্টা! ওমরের পাশে দাঁড়িয়ে বার্তা রাহুলের


–

–

–

–

–

–

–
