Saturday, August 23, 2025

মালেগাঁও বিস্ফোরণের ফাইনাল চার্টশিটে বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞাকেই (Sadvi Pragya) দোষী হিসাবে চিহ্নিত করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ (NIA)। সাধ্বীসহ এই মামলার সাত অপরাধীর বিরুদ্ধে ফাঁসির আবেদন কেন্দ্রীয় সংস্থার। ধর্মীয় উস্কানির রাজনীতিতে মগ্ন বিজেপি কার্যত সাধ্বীকে আড়াল করতেই যে সাংসদ বানিয়েছিল এনআইএ-র রিপোর্টের পর সেই পর্দা ফাঁস হয়ে গেল। এইআইএ স্পেশাল কোর্ট (Special Court) মামলার রায় শোনাবে ৮ মে।

২০০৮ সালে মহারাষ্ট্রের মাসিক জেলার মালেগাঁও (Malegaon) শহরে মসজিদ লাগোয়া এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় ৬ জনের মৃত্যু হয়, ১০০-র বেশি মানুষ আহত হন। প্রাথমিকভাবে এই মামলায় সাধ্বী প্রজ্ঞাকে বাঁচানোর চেষ্টা করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ (NIA)। আদালতে এনআইএ দাবি করেছিল সাধ্বীর বিরুদ্ধে এই মামলায় যথেষ্ট প্রমাণ নেই। জামিনও পেয়ে যান তিনি।

এবার কার্যত ১৮০ ডিগ্রি ঘুরে আদালতে শনিবার এনআইএ (NIA) যে অন্তিম চার্জশিট (chargesheet) পেশ করে তাতে সাধ্বী প্রজ্ঞাকে (Sadvi Pragya) মূল অভিযুক্ত হিসাবে চিহ্নিত করা রয়েছে। পাশাপাশি এই মামলার অন্য অপরাধীরা হলেন কর্নেল প্রসাদ পুরোহিত, মেজর রমেশ উপাধ্যায়, স্বামী দয়ানন্দ পান্ডে প্রমুখ। দাবি করা হয়েছে হিন্দুত্ব মনোভাবের জায়গা থেকেই একটি বড় ষড়যন্ত্র করে এই বিস্ফোরণ ঘটানো হয়েছিল।

এই মামলায় জামিয়াতে উলেমা মহারাষ্ট্রের আইনজীবী দাবি করেন ইউএপিএ-র ১৬ নম্বর ধারা অনুযায়ী যদি বিস্ফোরণের ঘটনায় কারো মৃত্যু হয় তবে অভিযুক্তের ফাঁসির সাজাই হয়। আইনজীবীর সেই দাবিকে মান্যতা দিয়ে শনিবার এনআইএ আদালতে দাবি করে যেন সাধ্বী প্রজ্ঞার বিরুদ্ধে কোনও নরম মনোভাব না দেখানো হয়। গোটা দেশে নানাভাবে ধর্মীয় বিভেদ তৈরি করা বিজেপি নেতাদের আসল চরিত্র এই মামলার চার্জশিটে অনেকাংশেই উঠে এসেছে। আদালত কী রায় দেয়, তার জন্য অপেক্ষা ৮ মে-র।

Related articles

প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করায় বেলঘরিয়ায় আক্রান্ত শিক্ষক

তাঁর অপরাধ কী? তিনি রাস্তার ধারে বসে থাকা কয়েকজন যুবক যুবতীকে মদ্যপান করতে দেখে প্রতিবাদ করেছিলেন। তাই রাস্তায়...

কাদের নিয়ে দুর্নীতি থামাবেন: বিজেপির চার মহারথীর তথ্য তুলে তুলোধনা তৃণমূলের

দুর্নীতি দমনে মোদির মিথ্যাচার বারবার ফাঁস করেছে তৃণমূলই। অথচ বারবার বিজেপির ওয়াশিং মেশিনে গিয়ে অন্য দলের নেতারা যেভাবে...

কালা আইনের জন্য JPC একটা নাটক: তৃণমূলের কেউ থাকবে না কমিটিতে

তৃতীয় মোদি সরকারের জমানায় যতগুলি আইন পাশের জন্য বিল এসেছে, বিরোধীদের চাপে পড়ে সেগুলি সংসদের যৌথ সংসদীয় কমিটিতে...

অসুস্থ রুক্মিণী, পাশে নেই দেব !

ভালো নেই টলিউডের 'বিনোদিনী'(Binodini)। গ্ল্যামার হারিয়ে চোখে মুখে শুধুই অসুস্থতার ছাপ। দশ বছর আগের ছবি মুক্তি ঘিরে প্রাক্তনের...
Exit mobile version