ভারতের সঙ্গে শত্রুতার জেরে এবার কূটনৈতিক সমস্যায় পাকিস্তান। সিন্ধু জল চুক্তি (Indus water treaty) থেকে দূতাবাস থেকে কর্মীদের চলে যাওয়ার ভারতের নির্দেশে বিপাকে পড়ে উদ্ধারের পথ খুঁজছে পাকিস্তান (Pakistan)। এই পরিস্থিতিতে পাক সরকার পহেলগাম (Pahalgam) হামলায় নিজেদের যোগ অস্বীকার করলেও জঙ্গি মদতে পাকিস্তানের ৩০ বছরের অভিজ্ঞতা স্বীকার করে নিলেন তাদেরই বিদেশ মন্ত্রী খোয়াজা আসিফ।

বরাবর বিভিন্ন জঙ্গি সংগঠন পাকিস্তানের যে আশ্রয় পেয়েছে তা প্রমাণিত। তবে জঙ্গি মদত দেওয়ার দায় এবার আমেরিকা ও পাশ্চাত্যের ঘাড়ে ফেলছে পাকিস্তান। খোয়াজা আসিফ (Khwaja Asif) দাবী করেন, আমেরিকা এবং পশ্চিমের জন্য এই নোংরা কাজ তারা ৩০ বছর ধরে করে আসছেন।


পহেলগাম হামলার পরে গোটা বিশ্বে পাকিস্তানকে নিয়ে নিন্দা ঝড় উঠেছে। জঙ্গি নির্মূলে ভারতের পাশে দাঁড়িয়েছে গোটা বিশ্ব। কার্যত এক ঘরে হয়েছে পাকিস্তান। যে কারণে ভারত সিন্ধু জল চুক্তি (Indus water treaty) নস্যাৎ করে দিলেও গোটা বিশ্বের কারো সমর্থন পায়নি পাকিস্তান। বেকায়দায় পড়ে আমেরিকা (USA) ও ব্রিটেনের (UK) মতো পাশ্চাত্যের দেশের উপর দায় ঠেলা শুরু পাকিস্তানের।

বিদেশ মন্ত্রী খোয়াজা আসিফ (Khwaja Asif) আরও বলেন, জঙ্গি মদত দেওয়া তাদের ভুল ছিল এবং তার জন্য তারা যথেষ্ট ভুগছেন। সমস্যার শুরু সোভিয়েত রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে যোগ দেওয়াতেই। সেই সঙ্গে নয়-এগারোর যুদ্ধে আমেরিকাকে মদতের প্রসঙ্গও তুলেছেন তিনি।


খোয়াজা দাবি করেন, সেই সময় যে মুরগির ছানা তারা পুষেছিলেন সেগুলি এখন বড় মোরগের (rooster) আকার নিয়ে ফেলেছে। তার জন্য পাকিস্তান ছাড়া আর কাউকে দায়ী করা যায় না।

–

–

–

–

–

–
