Wednesday, August 20, 2025

পহেলগামের ঘটনা সমাজে বিভেদ তৈরির চেষ্টা! ওমরের পাশে দাঁড়িয়ে বার্তা রাহুলের

Date:

পহেলগামের ঘটনা নিয়ে আদতে দেশে বিভেদ চালানোর চেষ্টা চলছে। এই পরিস্থিতিতে সরকার যেভাবে এগোবে তাকে পূর্ণ সমর্থন জানাচ্ছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। শনিবার জম্মু-কাশ্মীরে হামলা পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ ও মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লার (Omar Abdullah) পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন রাহুল। প্রধানমন্ত্রী (Prime Minister) যেখানে নিজের পারিষদদের কাশ্মীরে পাঠিয়েই দায়িত্ব খালাস করেছেন, সেখানে বিরোধী দলনেতা নিজে গিয়ে খোঁজ নিলেন কাশ্মীরের।

পহেলগামের (Pahalgam) হামলার ঘটনার পর থেকে রাজনৈতিকভাবে ধর্মীয় বিভেদের চেষ্টা ও এক শ্রেণীকে আরেক শ্রেণীর বিরুদ্ধে কার্যত লড়াইয়ে দাঁড় করিয়ে দেওয়ার প্রচেষ্টা চলছে। ওই চেষ্টাকেই তীব্র নিন্দা করেন লোকসভার বিরোধীদল নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। তিনি জানান, গোটা ঘটনার পিছনের চিন্তাভাবনা হল সমাজকে ভাগ করে দেওয়ার। তাই প্রত্যেক ভারতীয়ের একজোট হয়ে সন্ত্রাসবাদীরা (terrorists) যা চাইছে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো প্রয়োজন।

কাশ্মীরের মানুষের পাশে দাঁড়িয়ে রাহুল জানান, জুম্ম ও কাশ্মীরের (Jammu and Kashmir) প্রতিটি মানুষ এই জঘন্য ঘটনার নিন্দা করেছেন। এবং রাষ্ট্রের কঠিন সময় তার পাশে দাঁড়িয়েছেন। আমিও চাই যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের পরিবারের পাশে প্রত্যেকে দাঁড়ায়।

শনিবার মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ (Omar Abdullah) এবং কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার (LG Manoj Sinha) সঙ্গে দেখা করেন বিরোধী দলনেতা। কংগ্রেসের পক্ষ থেকে সর্বদলীয় বৈঠকে শুক্রবার যেভাবে কেন্দ্রের পাশে থাকার বার্তা দেওয়া হয়েছিল সেভাবেই ওমর আব্দুল্লাহ প্রশাসনের পাশে থাকার বার্তা দেন রাহুল গান্ধী।

Related articles

সেমিফাইনালের প্রথমার্ধে ইস্টবেঙ্গলকে রুখে দিল DHFC

যুবভারতীতে ডুরান্ড সেমিফাইনালে (Durand Cup Semi final) খেলতে নেমে প্রথম ৪৭ মিনিটে লাল হলুদ মশালকে নিষ্প্রভ করে দিল...

রাজ্যপালের নাম ভাঙিয়ে প্রতারণা! সতর্ক করল রাজভবন 

রাজ্যপালের নাম ভাঙিয়ে সাইবার প্রতারণার ঘটনা বাড়তে থাকায় তীব্র সতর্কবার্তা জারি করল রাজভবন। অভিযোগ, প্রতারকরা নিজেদের রাজ্যপালের দফতরের...

রানাঘাট সাংগঠনিক জেলার বৈঠকে নিবিড় জনসংযোগে জোর অভিষেকের

রানাঘাট সাংগঠনিক জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বুধবার সেখানে...

শোস স্টপার দেব, তবে রঘু ডাকাতের লুকসে চমক অনির্বাণের

পুজোয় মাত করবে রঘু ডাকাত। টিজার লঞ্চেই তার ইঙ্গিত পাওয়া গিয়েছে। দেবের (Dev) লুকস থেকে দেবের রঘু ডাকাত...
Exit mobile version