কেরিয়ার বাঁচানোর জন্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সংবর্ধনা দেবে জুনিয়র ডাক্তাররা 

কেরিয়ার রক্ষার লড়াইয়ে পাশে থাকার জন্য বিশিষ্ট আইনজীবী ও সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সংবর্ধনা জানাবে জুনিয়র ডক্টর্স অ্যাসোসিয়েশন (জেডিএ)। আগামীকাল, রবিবার উত্তর কলকাতার এক প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হতে চলেছে জেডিএ-র প্রথম রাজ্য কমিটির বৈঠক। বৈঠকে রাজ্যের প্রায় ৯০ জন জুনিয়র চিকিৎসক প্রতিনিধি উপস্থিত থাকবেন।

আরজি কর মেডিকেল কলেজে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে গঠিত হয়েছিল জেডিএ। সংগঠনের তরফে জানানো হয়েছে, সেই সংকটময় সময়ে জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়ে যাঁরা আইনত সাহায্য করেছেন, তাঁদের মধ্যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি আইনজীবী রাহুল ও অয়ন চক্রবর্তীকেও সংবর্ধনা দেওয়া হবে।

জেডিএ-র পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ধন্যবাদ জানানো হবে। সংগঠনের মতে, একটি বৃহত্তর চক্রান্তের মাধ্যমে জুনিয়র ডাক্তারদের কেরিয়ার নষ্ট করে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। এমনকি তাঁদের পড়াশোনা বন্ধ করে দেওয়ারও চেষ্টা হয়। সেই সময়েই কিছু আইনজীবী এই অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে নামেন।

এদিনের বৈঠকে শুধুমাত্র সংবর্ধনাই নয়, জুনিয়র ডাক্তারদের ভবিষ্যৎ কর্মকৌশল নিয়েও আলোচনা হবে। প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের সভানেত্রী ডাঃ শশী পাঁজা বিশেষ আমন্ত্রিত হিসেবে উপস্থিত থাকবেন। সিনিয়র ও জুনিয়র চিকিৎসকদের মধ্যে সমন্বয় রেখে কীভাবে স্বাস্থ্য পরিষেবা আরও উন্নত করা যায়, সে বিষয়েও বিস্তারিত আলোচনা হবে বলে জানা গেছে।

আরও পড়ুন – গরমে জলসংকট রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_