Wednesday, August 20, 2025

সেমিফাইনালে মোহনবাগান, ত্রিমুকুট জয়ের থেকে দুধাপ দূরে সবুজ-মেরুন

Date:

আইএসএলের পর সুপার কাপ(Super Cup), মোহনবাহানের(MBSG) বিজয়রথ অব্যহত। সিনিয়র দলের বেশিরভাগ ফুটবলাররা নেই। তরুণ ফুটবলারদের নিয়েই কেরালা ব্লাস্টার্সের(KBFC) বিরুদ্ধে মাঠে নেমেছিল মোহনবাগান সুপারজায়ান্ট। আইএসএলে যারা বেশি সুযোগ পাননি তারাই শুধু ছিলেন সবুজ-মেরুন শিবিরে। তাতেই বাজিমাত সবুজ-মেরুন ব্রিগেডের। কেরালা ব্লাস্টার্সকে ২-১ গোলে হারিয়ে সুপার কাপের সেমিফাইনালে জায়গা পাকা করে ফেলল মোহনবাগান। মোহনবাগান আর ত্রিমুকুট জয়ের মধ্যে এখন শুধুই দু ধাপের দুরত্ব।

এই কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধেই হেরে সুপার কাপ থেকে বিদায় হয়েছিল ইস্টবেঙ্গলের। ধারেভারে মোহনবাগান(MBSG) এগিয়ে থাকলেও,  অত্যন্ত সাবধানী হয়েই মাঠে নেমেছিল মোহনবাগান ব্রিগেড। সেভাবেই ছক সাজিয়েছিলেন বাস্তব রায়। কার্যত প্রতিপক্ষ শিবিরে সেভাবে মাথা তুলে দাঁড়াতেই পারেনি। দ্বিতীয়ার্ধে কেরালা যাও বা একটু লড়াই করেছিল, প্রথমার্ধে তো মোহনবাগানের বিরুদ্ধে দাঁড়াতেই পারেনি তারা।

শুরু থেকেই আশিক কুরুনিয়ান, সাহাল আব্দুল সামাদরা(Sahal abdul samad) ছিল আক্রমণাত্মক মেজাজে। প্রথমার্ধে এগিয়েও যায় মোহনবাগান। গোলদাতা সাহাল আবদুল সামাদ। দ্বিতীয়ার্ধে সবুজ-মেরুন ব্রিগেডের জয়টা পাকা করে দেয় সুহেল ভাট(Suhail Bhat)। সেইসঙ্গেই প্রথম চারেও নিজেদের জায়গা পাকা করে ফেলে মোহনবাগান সুপারজায়ান্ট।

যদিও কেরালা দ্বিতীয়ার্ধে খানিকটা লড়াই করেছিল। গোলের ব্যাবধান কমাতে পারলেও, ম্যাচে ফিরতে পারেনি তারা। ২-১ গোলে জিতেই সেমিফাইনালে মোহনবাগান(mbsg)। এখন ট্রফি থেকে আর মাত্র দু ধাপ দূরে দাঁড়িয়ে রয়েছে সবুজমেরুন ব্রিগেড।

Related articles

ডুরান্ড অভিষেকেই ইতিহাস তৈরি ডায়মন্ড হারবারের, সেমিফাইনালেই বিদায় লাল-হলুদ ব্রিগেড

বড় ম্যাচ জিতে পরের ম্যাচে মুখ থুবড়ে পড়ার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালো ইমামি ইস্টবেঙ্গল এফসি (EEBFC)। আর অন্যদিকে ডুরান্ড...

বাঁকুড়ার ডেকরেটার্স মালিক খুন মামলায় দোষী সাব্যস্ত! কর্মী-সহ ৩ জনের যাবজ্জীবন

ডেকরেটার্স মালিক খুনের চার বছর পর রায় দিল বাঁকুড়া জেলা আদালত। যাবজ্জীবন কারাদণ্ড হল এক কর্মী-সহ তিন অভিযুক্তের।...

অভিষেকের উদ্যোগ! এসপ্ল্যানেড রো ওয়েস্টের নতুন নাম হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’ 

মধ্য কলকাতার এসপ্ল্যানেড রো ওয়েস্টের নামকরণ করা হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’। উদ্যোগী ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

বারবার ৩ বার, ফের প্রধানমন্ত্রীর সভায় ব্রাত্য দিলীপ!

ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সভায় আমন্ত্রণ জানানো হল না বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতি দিলীপ ঘোষকে...
Exit mobile version