Monday, May 19, 2025

প্রভু জগন্নাথের আগমন শুধু বাংলার নয়, সমগ্র জাতির জন্য শান্তি-সম্প্রীতি-সমৃদ্ধি বয়ে আনুক: মুখ্যমন্ত্রী

Date:

Share post:

দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের জন্য অধীর অপেক্ষায় বাংলা। অক্ষয় তৃতীয়াতে হবে উদ্বোধন। শুক্রবারের পরে শনিবার ভিডিও পোস্ট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার দুপুরে নিজের এক্স হ্যান্ডেলে কলসযাত্রার ভিডিও পোস্ট করেন মমতা। এদিন অন্যান্য ধর্মী আচারের ভিডিও (Video) পোস্ট করেন।

যে ভিডিও পোস্ট করেন মুখ্যমন্ত্রী, তাতে দেখা যাচ্ছে প্রদীপ প্রজ্জ্বল থেকে শুরু করে নানা রীতি পালন করা হচ্ছে। মমতা লেখেন,
“নাথ, তুমি এসো ধীরে সুখ-দুখ-হাসি-নয়ননীরে, লহো আমার জীবন ঘিরে– সংসারে সব কাজে ধ্যানে জ্ঞানে হৃদয়ে রহো॥
দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের সময় এগিয়ে আসার সঙ্গে সঙ্গেই পবিত্র আচার-অনুষ্ঠানগুলি শ্রদ্ধার সঙ্গে পালিত হচ্ছে।
বাংলায় প্রভু জগন্নাথের আগমন এক মহান আধ্যাত্মিক তাৎপর্যপূর্ণ মুহূর্ত। তাঁর আশীর্বাদে শুধুমাত্র আমাদের রাজ্যের জনগণের জীবনে নয়, সমগ্র জাতির জন্য শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধি বয়ে আনুক।“

অক্ষয় তৃতীয়াতে জগন্নাথধামকে নিয়ে নতুন গান বেঁধেছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায় ও সুরে সেই গেয়েছেন মন্ত্রী তথা গায়ক ইন্দ্রনীল সেন (Indranil Sen)। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজেই শুক্রবার রাতে সোশ্যাল মিডিয়ায় এই গানের ভিডিও পোস্ট কছেন। “নয়ন পথগামী/ তুমি জগন্নাথস্বামী/ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় হে“। এই ভক্তিগীতি এবার বাজবে দিঘা-সহ বাংলার সর্বত্র। সুরমূর্ছনায় মাতিয়ে দিয়েছেন ইন্দ্রনীল সেন। নিশ্চিতভাবেই মুখ্যমন্ত্রীর বাকি গানগুলির মতোই এই গান হবে সুপার-ডুপার হিট।

জগন্নাথধামের উদ্বোধনে মুখ্যমন্ত্রী-সহ উপস্থিত থাকবেন সমাজের নানা ক্ষেত্রের মানুষজন। থাকবেন বিশিষ্টরা। উদ্বোধনী অনুষ্ঠানের সবরকম প্রশাসনিক ও অন্যান্য ব্যবস্থা সারা হয়ে গিয়েছে। এখন চলছে শেষ মুহূর্তের কাজ। শুক্রবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে জগন্নাথধামের ‘কলসযাত্রা’র ভিডিও সামনে এনে নিজের ভালো লাগার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি সেখানে লিখেছেন, সব নিয়মকানুন ও রীতি-রেওয়াজ মেনেই সবকিছু হচ্ছে এই জগন্নাথধামে। এই ভিডিওটিতে দেখা যাচ্ছে সুসজ্জিত দিঘার জগন্নাথ মন্দির। সেখানে কলসিতে করে জল নিয়ে আসছেন মহিলারা। রয়েছেন পুরোহিতরাও। শুধু পর্যটনকেন্দ্র নয়, দিঘাকে এবার ধর্মীয় এবং সাংস্কৃতিক কেন্দ্র হিসাবেও গড়ে তুলতে চান মমতা। ৩০ এপ্রিল দিঘায় উদ্বোধন হবে জগন্নাথ মন্দিরের। দিঘার ওই মন্দির পরিচালনার দায়িত্ব থাকবে ইসকনের হাতে।
আরও খবর: কেমন আছেন পাকিস্তানে বন্দি পূর্ণমকুমার? BSF-এর DG-র সঙ্গে কথা বলে জানালেন সাংসদ কল্যাণ

spot_img

Related articles

টাইম মেশিন থেকে ফেসবুক: ছোটদের মনের গল্প নিয়ে মুক্তি পেল ‘প্রফেসর রে’

ওটিটি আর সিরিজের ভিড়ে কবেই হারিয়ে গিয়েছে গুপি-বাঘা। কার্টুন চ্যানেলেও মন বসে না ছোটদের। মোবাইলের দৌরাত্ম্যে ছোটদের কল্পনাশক্তিও...

বাংলাদেশকে হারিয়ে অনুর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়ন ভারত

রুদ্ধশ্বাস লড়াইয়ে বাংলাদেশকে হারিয়ে অনুর্দ্ব-১৯ সাফকাপ(U-19 SAFF CUP) চ্যাম্পিয়ন ভারত। পেনাল্টিতে বাংলাদেশকে ৪-৩ গোলে হারাল মেন ইন ব্লুজ...

রাম-রাম রাজনীতির বোঁড়ে অভয়ার বাবা-মা! আচমকাই হাজির শিক্ষক আন্দোলন মঞ্চে

রাজ্য সরকার অপরাধীকে গ্রেফতার করে তার সর্বোচ্চ শাস্তির পথ সুগম করেছিল। আদালতে বিচারাধীন এই মামলা এখনও বিচার দিতে...

খুশির আবহ দার্জিলিং চিড়িয়াখানায় ! দুটি স্নো লেপার্ড শাবকের জন্ম দিল “রের”

সুখবর দার্জিলিংয়ের পদ্মজা নাইডু চিড়িয়াখানা থেকে। স্নো-লেপার্ড ‘রের’ এবং ‘নামকা’-র ঘরে এসেছে নতুন অতিথি। ১৩ মে রাতে ওই...