Monday, November 10, 2025

কেমন আছেন পাকিস্তানে বন্দি পূর্ণমকুমার? BSF-এর DG-র সঙ্গে কথা বলে জানালেন সাংসদ কল্যাণ

Date:

পহেলগামে জঙ্গি হামলায় প্রাণহানি। তারই মধ্যে উধমপুরে জঙ্গির গুলিতে বাংলার সন্তান সেনা জওয়ান ঝন্টু আলি শেখ শহিদ। আবার এই আবহে পাকিস্তানে বন্দি ভারতের বিএসএফ জওয়ান। তিনিও বঙ্গসন্তান রিষড়ার ভূমিপুত্র পূর্ণম কুমার সাউ (Purnam Kumar Sahu)। সময় যত গড়াচ্ছে, ততই বাড়ছে উদ্বেগ। এই পরিস্থিতিতে BSF-এর DG-র সঙ্গে ফোনে কথা বললেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। এক্স হ্যান্ডেলে সেকথা জানিয়েছেন শ্রীরামপুরের সাংসদ।

বিএসএফের ডিজি-র সঙ্গে ফোনে কথার পর নিজের এক্স হ্যান্ডেলে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের লেখেন, “পাকিস্তানে বন্দি ভারতের বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউকে নিয়ে সদ্যই বিএসএফের ডিজি-র সঙ্গে আমার কথা হয়েছে। তিনি জানিয়েছেন ভারতীয় প্রশাসনিক তরফে তাঁকে দেশে ফেরানোর জন্য যথেষ্ট চেষ্টা করা হচ্ছে। পাকিস্তান হয়তো কিছুটা সময় নিচ্ছে। কিন্তু ভারতের বিএসএফ জওয়ান ঠিকই ফিরবেন দেশে। তিনি আমায় আশ্বাস দিয়েছেন, পূর্ণম ভালো আছেন। তিনি শারীরিকভাবে সুস্থ আছেন।”

কাশ্মীরের পহেলগামে (Pahalgam, Kashmir) জঙ্গি হামলায় ২৬ জন পর্যটক মারা গিয়েছেন। সেই ঘটনায় উত্তাল গোটা দেশ। পালটা প্রত্যাঘাতের বার্তা দেওয়া হয়েছে। তার মধ্যেই ভারতীয় জওয়ানের পাকিস্তানে আটকে পড়ার খবর সামনে আসে। পঞ্জাবের ফিরোজপুর সেক্টরে পোস্টিং হুগলির রিষড়ার বাসিন্দা বিএসএফ পূর্ণম কুমার সাউ (Purnam Kumar Sahu)। বুধবার বিকেলে ‘ভুল করে’ সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে পড়েন তিনি। তারপরই তাঁকে আটক করে পাকিস্তানি সেনা। স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন সকলে। উৎকণ্ঠায় তাঁর পরিবার। খবর পাওয়ামাত্রই কান্নায় ভেঙে পড়েন তাঁর স্ত্রী রজনী সাউ ও মা দেবন্তি দেবী। খাওয়া-ঘুম উঠে গিয়েছে সাউ পরিবারের।
আরও খবর: কাশ্মীরে অলআউট অ্যাকশনে ভারত, আরও তিন লস্কর জঙ্গির বাড়িতে বিস্ফোরণ!

শুক্রবার হুগলি জেলা তৃণমূল এবং কংগ্রেসের প্রতিনিধিদল বিএসএফ জওয়ানে বাড়িতে যায়। রাজ্য সরকার সবসময় পাশে আছে বলে জানানো হয়েছে।

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version