Saturday, August 23, 2025

লক্ষ লক্ষ ভক্ত সমাগমে ভ্যাটিকানে শুরু পোপ ফ্রান্সিসের সমাধি পর্ব 

Date:

আজ পূর্ণ মর্যাদায় পোপ ফ্রান্সিসের (Pope Francis) সমাধি অনুষ্ঠান। শুক্রবার রাত থেকেই কাতারে কাতারে খ্রিস্ট ধর্মপ্রাণ মানুষ সেন্ট পিটার্স বাসিলিকার সামনে উপস্থিত হয়েছেন। ভারতীয় সময় শনিবার দুপুর দেড়টা নাগাদ সমাধিস্থ করা হবে পোপকে। সেন্ট পিটার্স বাসিলিকার প্রাসাদোপম সিঁড়ির ধাপে প্রয়াত পোপ ফ্রান্সিসের জন্য শেষ প্রার্থনা করা হবে। ইতিমধ্যেই শুরু হয়েছে সমাধি অনুষ্ঠানের প্রথম পর্ব। লক্ষাধিক ভক্ত সমাগমে জনরুদ্ধ ভ্যাটিকান (Vatican City)।

৫০ জনের বেশি বিশ্বনেতা এবং ১১ জন যুবরাজ পোপের শেষ কৃত্যানুষ্ঠানে যোগ দেবেন বলে জানা গেছে। ইতিমধ্যেই সেখানে পৌঁছেছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তাঁর সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু, সংখ্যালঘু বিষয়ক এবং মৎস্য, পশুপালন ও দুগ্ধ প্রতিমন্ত্রী জর্জ কুরিয়ান এবং গোয়া বিধানসভার ডেপুটি স্পিকার জোশুয়া ডি সুজা।

শেষকৃত্যে থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump), ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদোমির জেলেনস্কি, ইংল্যান্ডের যুবরাজ উইলিয়াম, আর্জেন্তিনার প্রেসিডেন্ট জেভিয়ার মিলেই, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং ফিলিপিন্সের ফার্দিনান্দ মার্কো জুনিয়ররা। সেন্ট পিটার্স স্কোয়ারে প্রায় আড়াই লাখ মানুষের দাঁড়ানোর ব্যবস্থা করা হয়েছে বলে ভ্যাটিকান সিটির তরফে জানানো হয়েছে। শোকযাত্রার মিছিলে প্রায় ১০ লক্ষ অনুগামী হাঁটবেন বলে অনুমান করা হচ্ছে। বাসিলিকা দি সান্তা ম্যাগিওরে শনিবার দুপুরেই পোপ ফ্রান্সিসকে সমাধিস্থ করা হবে।

 

Related articles

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...
Exit mobile version