আইপিএলে(IPL) এবার রানের ছড়াছড়ি। বেশিরভাগ ম্যাচেই ২০০ রানের গন্ডী টপকাচ্ছে প্রতিটা দল। এমন পরিস্থিতিতেই একটা বিরাট মন্তব্য করলেন রিঙ্কু সিং(Rinku Singh)। যেভাবে এবার আইপিএলে(IPL) প্রতিটা দল পারফরম্যান্স করছে তাতে কেউ যদি ৩০০ রানের গন্ডীও টপকে যায় তাহলে নাকি হতবাক হবেন না তিনি। এবারের আইপিএলে যেমনটা ট্রেন্ড চলছে তাতে নাকি ৩০০ রানের গন্ডী টপকে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। শেষপর্যন্ত রিঙ্কু সিংয়ের(Rinku Singh) কথা সত্যি হয় কিনা সেটা তো সময়ই বলবে।

চলতি আইপিএলে(IPL) ইতিমধ্যেই সর্বোচ্চ রানের মালিক হয়ে গিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ(SRH)। গতবার নিজেদের করা রেকর্ডই ভেঙেছে সানকাইজার্স হায়দরাবাদ। ২৮৭ রান করেছিল সানরাইজার্স হায়দরাবাদ। মাত্র ১৩ রানের জন্য ৩০০ রানের গন্ডী টপকাতে পারেনি সানরাইজার্স হায়দরাবাদ(SRH)। তবে সেই দিন বেশি দূরে নেই বলেই মনে করছেন নাইট রাইডার্সের তারকা ক্রিকেটার রিঙ্কু সিং।

এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “হ্যাঁ অবশ্যই হতে পারে। এই মুহর্তে আইপিএল যে জায়গায় পৌঁছেছে সেখানে ৩০০ হলে অবাক হওয়ার কিছুই নেই। গত বছর পঞ্জাব কিংস ২৬২ তাড়া করে জিতেছিল। এই মরসুমে প্রতিটা দলই খুব শক্তিশালী। সেখানে যেকোনও দলই যদি ৩০০ রান করে তবে অবাক হব না”।

এবারের আইপিএলে ইতিমধ্যেই ৩০০ রানের কাছাকাছি পৌঁছে গিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। এছাড়া প্রতিটা ম্যাচেই গড়ে ২০০ রানের বেশি হতে দেখা যাচ্ছে। শেষপর্যন্ত রিঙ্কুর(Rinku Singh) আশা সত্যি হয় কিনা সেটাই দেখার।

–

–

–

–

–

–

–

–
