সকাল থেকেই অস্বস্তিকর গরম দিয়ে শুরু উইকেন্ড। ঘড়ির কাঁটা দশটায় পৌছতে না পৌঁছতে পুরুলিয়া, বাঁকুড়ায় তাপমাত্রা পারদ ৪০-৪২ ডিগ্রিতে পৌঁছে যাওয়ার আশঙ্কা। আলিপুর আবহাওয়া অফিস (Alipore Weather Department) বলছে পরিস্থিতির পরিবর্তন আজ বিকেল থেকেই। শনিবার সন্ধ্যার পর ঝড় বৃষ্টির সম্ভাবনা পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদে। বৃষ্টি (Rain) চলবে উত্তরেও।

কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপপ্রবাহের জেরে নাজেহাল সাধারণ মানুষ। বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং বীরভূমে সকাল ১১ টার পর থেকে খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ বিশেষজ্ঞদের। গত কয়েকদিনে মহানগরীতে বেড়েছে গরম। হাওয়া অফিস (Weather Department)জানিয়েছে, আজ সন্ধ্যার পর থেকে দক্ষিণবঙ্গের তিন চার জেলায় বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টি হবে। কলকাতাতে বড় কালবৈশাখীর সতর্কতা নেই, তবে রবিবার ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। আজ উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলার মতো বেশ কয়েক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।


–
–


–

–

–

–

–

–

–
