শনিবার আইলিগ-২(Ileague2) ট্রফি হাতে উঠেছে ডায়মন্ড হারবার এফসির(DHFC)। এ যেন একটা স্বপ্নের দৌড়। সেই ট্রফি হাতে নিয়েই এবার বিশেষ বার্তা দিলেন ডায়মন্ড হারবার এফসির টিফ পেট্রন অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। “এতো সবে শুরু”। আইলিগে পৌঁছলেও সেখানেই যে ডায়মন্ড হারবার এফসি(DHFC) থেমে থাকতে চায় না, তা বলার অপেক্ষা রাখে না। সেভাবেই দলও গড়েছে তারা। যে গতিতে ডায়মন্ড হারবার ভারতীয় ফুটবলের মঞ্চে দৌঁড়চ্ছে তাতে শীঘ্রই তাদের আইএসএলের(ISL) মঞ্চে দেখলেও অবাক হওয়ার মতো কিছুই থাকবে না।

এবার অপরাজিত থেকে আইলিগ-২ চ্যাম্পিয়ন হয়েছে ডায়মন্ড হারবার এফসি। শেষ ম্যাচে যখন তারা নেমেছিল, তার আগেই চ্যাম্পিয়ন হয়ে গিয়েছিল। সেখানেও ড্র। একটিও ম্যাচ না হেরে একটি ট্রফি জেতার রেকর্ড ভারতবর্ষে খুব একটা নেই। সেটাই করে দেখিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee) ডায়মন্ড হারবার এফসি(DHFC)। দলের এমন সাফল্যে আপ্লুত চিফ পেট্রন।

সোশ্যাল মিডিয়ায় নিজের একটি পোস্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee) লিখেছেন “গর্ব বাংলার ডায়মন্ড হারবার”। এছাড়াও সেখানে দিয়েছেন এক নতুন বার্তাও। ডায়মন্ড হারবার এফসির চিফ পের্ট্রন লিখেছেন, “স্বপ্ন থেকে বাস্তবে। ডিএইচএফসি(DHFC) আইলিগ-২(Ileague2) চ্যাম্পিয়ন হয়েছে। প্রতিটা ঘামের বিন্দু, প্রতিটা চ্যালেঞ্জ আজ আমাদের এই জায়গায় পৌঁছে দিয়েছে। এতো সবে শুরু”।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বার্তা যে দলের ফুটবলার থেকে কোচের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেবে তা বলার অপেক্ষা রাখে না। মাত্র তিন বছরের মধ্যে সিএফএল থেকে আইলিগের মূলপর্বে পৌঁছে গিয়েছে ডায়মন্ড হারবার এফসি। এবার আগামী মরসুমে আইলিগে নামবে তারা। সেখানেও এই সাফল্যের ধারা অব্যহত থাকে কিনা সেদিকেই তাকিয়ে সকলে।

–

–

–

–

–

–

–

–

–
