Sunday, January 11, 2026

আইলিগ-২ ট্রফি হাতে বিশেষ বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

Date:

Share post:

শনিবার আইলিগ-২(Ileague2) ট্রফি হাতে উঠেছে ডায়মন্ড হারবার এফসির(DHFC)। এ যেন একটা স্বপ্নের দৌড়। সেই ট্রফি হাতে নিয়েই এবার বিশেষ বার্তা দিলেন ডায়মন্ড হারবার এফসির টিফ পেট্রন অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। “এতো সবে শুরু”। আইলিগে পৌঁছলেও সেখানেই যে ডায়মন্ড হারবার এফসি(DHFC) থেমে থাকতে চায় না, তা বলার অপেক্ষা রাখে না। সেভাবেই দলও গড়েছে তারা। যে গতিতে ডায়মন্ড হারবার ভারতীয় ফুটবলের মঞ্চে দৌঁড়চ্ছে তাতে শীঘ্রই তাদের আইএসএলের(ISL) মঞ্চে দেখলেও অবাক হওয়ার মতো কিছুই থাকবে না।

এবার অপরাজিত থেকে আইলিগ-২ চ্যাম্পিয়ন হয়েছে ডায়মন্ড হারবার এফসি। শেষ ম্যাচে যখন তারা নেমেছিল, তার আগেই চ্যাম্পিয়ন হয়ে গিয়েছিল। সেখানেও ড্র। একটিও ম্যাচ না হেরে একটি ট্রফি জেতার রেকর্ড ভারতবর্ষে খুব একটা নেই। সেটাই করে দেখিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee) ডায়মন্ড হারবার এফসি(DHFC)। দলের এমন সাফল্যে আপ্লুত চিফ পেট্রন।

সোশ্যাল মিডিয়ায় নিজের একটি পোস্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee) লিখেছেন “গর্ব বাংলার ডায়মন্ড হারবার”। এছাড়াও সেখানে দিয়েছেন এক নতুন বার্তাও। ডায়মন্ড হারবার এফসির চিফ পের্ট্রন লিখেছেন, “স্বপ্ন থেকে বাস্তবে। ডিএইচএফসি(DHFC) আইলিগ-২(Ileague2) চ্যাম্পিয়ন হয়েছে। প্রতিটা ঘামের বিন্দু, প্রতিটা চ্যালেঞ্জ আজ আমাদের এই জায়গায় পৌঁছে দিয়েছে। এতো সবে শুরু”।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বার্তা যে দলের ফুটবলার থেকে কোচের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেবে তা বলার অপেক্ষা রাখে না। মাত্র তিন বছরের মধ্যে সিএফএল থেকে আইলিগের মূলপর্বে পৌঁছে গিয়েছে ডায়মন্ড হারবার এফসি। এবার আগামী মরসুমে আইলিগে নামবে তারা। সেখানেও এই সাফল্যের ধারা অব্যহত থাকে কিনা সেদিকেই তাকিয়ে সকলে।

spot_img

Related articles

প্রয়াত সঙ্গীত শিল্পী প্রশান্ত তামাং: দার্জিলিংয়ের মাটির ছেলের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

সঙ্গীত শিল্পী হিসাবে দার্জিলিংকে যিনি ভারতের সঙ্গীত মানচিত্রে বিশেষ জায়গা করে দিয়েছিলেন, সেই শিল্পী প্রশান্ত তামাংয়ের আকস্মিক প্রয়াণ...

ভয়ে তালাবন্ধ হয়ে থাকতেন, তাতে রেহাই নেই: ওড়িশায় বাংলা বলায় মার খেয়ে ঘরে ফিরল রাজা

বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য ক্রমশ যেন আতঙ্কের জায়গা হয়ে উঠছে প্রতিবেশী রাজ্য ওড়িশা। প্রায় প্রতিদিন বেছে বেছে বাঙালিদের...

IND vs NZ ODI: চোটের জেরে ছিটকে গেলেন পন্থ, পরিবর্ত বেছে নিলেন নির্বাচকরা

আশঙ্কাই সত্যি হল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ শুরুর দিনেই বড় ধাক্কা ভারতীয় শিবিরে। চোট পেয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের...

কার নির্দেশে কোথা থেকে আচমকা আইপ্যাকে ইডি তল্লাশি: তথ্য ফাঁস কুণালের

কয়লা মামলার অজুহাতে আড়াই বছর পরে রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের দফতর ও কর্ণধারের বাড়িতে তল্লাশি অভিযান। আদতে নির্বাচনের...