আইএসএলের পর সুপার কাপেও(Super Cup) দুরন্ত ফর্মে রয়েছে মোহনবাগান সুপারজায়ান্ট(MBSG)। যে কেরালা ব্লাস্টার্সের(KBFC) কাছে হেরে ইস্টবেঙ্গলের শুরুতেই যাত্রা শেষ হয়েছে। সেই কেরালা ব্লাস্টার্সকে হারিয়েই সুপার কাপের সেমিফাইনালে নিজেদের পাকা করে ফেলেছে সবুজ-মরুন ব্রিগেড। এই পারফরম্যান্সেই খুশি মোহনহাগান সুপার জায়ান্ট(MBSG) কোচ বাস্তব রায়(Bastab Roy)। তবে দলের তকরুণ ফুটবলারদেরই বিশেষ কৃতিত্ব দিচ্ছেন মোহনবাগানের কোচ। তাঁর মতে দলের কম্বিনেশনটা সঠিক হয়েছে। আর তাতেই সাফল্য পেয়েছে তারা।

সুপার কাপে খেলতে নামার আগে কম্বিনেশন নিয়েই কথা বলতে শোনা গিয়েছিল বাস্তব রায়কে(Bastab Roy)। এই দিকটা নিয়ে খানিকটা চিন্তায় ছিলেন তিনি। দলে কয়েকজন সিনিয়র ফুটবলার থাকলেও বেশিরভাগই ছিলেন রিজার্ভ দলের ফুটবলাররা। সেখানেই তাদের মানসিকতা মিলবে কিনা তা নিয়ে একটু চিন্তায় ছিলেন বাস্তব রায়। কিন্তু মাঠে নেমেই তাঁর চিন্তামুক্তি। দুরন্ত পারফর্ম্যান্স দেখিয়েছে মোহনবাগানের ফুটবলাররা। সিনিয়রদের সঙ্গে তরুণ ফুটবলারদের মানসিকতা মেলার জন্যই নাকি এমনটা সম্ভব হয়েছে বলে মনে করছেন সবুজ-মেরুন কোচ।

তিনি জানিয়েছেন, “আমাদের এদিন মানসিকতাটাই ছিল আসল। দলে বেশিরভাগই তরুণ ফুটবলাররা ছিলেন। সেইসঙ্গে কিছু সিনিয়র দলের সদস্যরাও ছিলেন। তাদের একে অপরের মানসিকভাবে মিলটাই আমাদের সবচেয়ে বেশি সাহায্য করেছে। সেই কারণেই দেখবেন এদিনের ম্যাচে আমি খুব একটা বদল আনারও চেষ্টা করিনি”।

এখনও পর্যন্ত সুপার কাপ পায়নি মোহনবাগান সুপার জায়ান্ট(MBSG)। এবার তারা সেমিফাইনালে পৌঁছে গিয়েছে। সেখানেই মোহনবাগানের সামনে রয়েছে এবাার সুপার কাপ জয়ের হাতছানি। সেখানে পৌঁছতে আর মাত্র দু ধাপ দূরে রয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। মোহনবাগানের কলিঙ্গ জয় হয় কিনা সেটাই দেখার।

–

–

–

–

–

–

–

–

–
