Saturday, November 8, 2025

হকি বেঙ্গলের প্রতিষ্ঠা দিবসে আবেগতাড়িত গুরবক্স সিং, উপহার ৬০ প্রতিভাবান তরুণদের হাতে

Date:

প্রতিষ্ঠা দিবসে নয়া উদ্যোগ হকি বেঙ্গলের(Hockey Bengal)। বিভিন্ন জেলা থেকে ৬০ জন প্রতিভাবান তরুণ হকি খেলোয়াড়দের হাতে তুলে দেওয়া হল হকি স্টিক এবং বল। হকিতেও রাজ্যকে ফের সবার আগে নিয়ে যেতে গ্রাসরুট পর্যায়ে বিশেষ নজর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল হকি বেঙ্গল(Hockey Bengal)। ১১৭ তম প্রতিষ্ঠা দিবস থেকে সেই কাজই শুরু করে দিল তারা। গত শনিবার পালিত হ হকি বেঙ্গলের ১১৭ তম প্রতিষ্ঠা দিবস। সেখানেই বসেছিল চাঁদের হাট। সেই অনুষ্ঠানেই বিভিন্ন জেলা থেকে আসা প্রতিভাবান ৬০ জন তরুণ হকি খেলোয়াড়দের হাতে তুলে দেওয়া হল হকি স্টিক এবং বল।

আগামী দিনে যাতে ফের বাংলার হকি দেশের সর্বোচ্চ স্থানে পৌঁছতে পারে সেদিকেই এখন হকি বেঙ্গলের প্রধান নজর। এদিন প্রতষ্ঠা দিবস উপলক্ষে উপস্থিত ছিলেন প্রাক্তম কিংবদন্তী ভারতীয় হকি খেলোয়াড় গুরবক্স সিং(Gurbux Singh)। সেইসঙ্গে ছিলেন হকি বেঙ্গলের সভাপতি তথা রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বোস(Sujit Bose)। তাদের হাত দিয়েই সেই ৬০ জন হকি খেলোয়াড়ের হাতে উঠল এই বিশেষ উপহার। আগামী দিনে বাংলার হকিকে আরও উন্নতি সাধনের কথাই শোনা গেল হকি বেঙ্গল সভাপতির মুখেও।

প্রতিষ্ঠা দিবসে এমন আয়োজন দেখে আপ্লুত ভারতের অন্যতম সেরা প্রাক্তন কিংবদন্তী গুরবক্স সিং। তিনি জানিয়েছেন, “কলকাতা বরাবরই ভারতীয় হকিতে অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। সব সময়ই কলকাতা ভারতীয় হককে পথ দেখিয়েছে। ভবিষ্যতেও দেখাবে”। সেইসঙ্গে এদিন খানিকটা আবেগতাড়িতও হয়ে পড়েছিলেন গুরবক্স সিং। বিশেষ করে একসময় হকিতে বাংলার যে আধিপত্য ছিল সেই কথাই উঠে আসছিল বারবার তাঁর মুখ দিয়ে।

১৯০৮ সালে ভারতে প্রথম হকি অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা হয়েছিল এই কলকাতাতেই। তখন নাম ছিল বেঙ্গল হকি অ্যাসোসিয়েশন। এখন তারই নাম পরিবর্তিত হয়ে হয়েছে হকি বেঙ্গল। আগামী দিনে বাংলার হকি ফের ভারতে সেরা হবে এমনটাই আশাবাদী সকলে।

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version