Monday, November 10, 2025

হকি বেঙ্গলের প্রতিষ্ঠা দিবসে আবেগতাড়িত গুরবক্স সিং, উপহার ৬০ প্রতিভাবান তরুণদের হাতে

Date:

প্রতিষ্ঠা দিবসে নয়া উদ্যোগ হকি বেঙ্গলের(Hockey Bengal)। বিভিন্ন জেলা থেকে ৬০ জন প্রতিভাবান তরুণ হকি খেলোয়াড়দের হাতে তুলে দেওয়া হল হকি স্টিক এবং বল। হকিতেও রাজ্যকে ফের সবার আগে নিয়ে যেতে গ্রাসরুট পর্যায়ে বিশেষ নজর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল হকি বেঙ্গল(Hockey Bengal)। ১১৭ তম প্রতিষ্ঠা দিবস থেকে সেই কাজই শুরু করে দিল তারা। গত শনিবার পালিত হ হকি বেঙ্গলের ১১৭ তম প্রতিষ্ঠা দিবস। সেখানেই বসেছিল চাঁদের হাট। সেই অনুষ্ঠানেই বিভিন্ন জেলা থেকে আসা প্রতিভাবান ৬০ জন তরুণ হকি খেলোয়াড়দের হাতে তুলে দেওয়া হল হকি স্টিক এবং বল।

আগামী দিনে যাতে ফের বাংলার হকি দেশের সর্বোচ্চ স্থানে পৌঁছতে পারে সেদিকেই এখন হকি বেঙ্গলের প্রধান নজর। এদিন প্রতষ্ঠা দিবস উপলক্ষে উপস্থিত ছিলেন প্রাক্তম কিংবদন্তী ভারতীয় হকি খেলোয়াড় গুরবক্স সিং(Gurbux Singh)। সেইসঙ্গে ছিলেন হকি বেঙ্গলের সভাপতি তথা রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বোস(Sujit Bose)। তাদের হাত দিয়েই সেই ৬০ জন হকি খেলোয়াড়ের হাতে উঠল এই বিশেষ উপহার। আগামী দিনে বাংলার হকিকে আরও উন্নতি সাধনের কথাই শোনা গেল হকি বেঙ্গল সভাপতির মুখেও।

প্রতিষ্ঠা দিবসে এমন আয়োজন দেখে আপ্লুত ভারতের অন্যতম সেরা প্রাক্তন কিংবদন্তী গুরবক্স সিং। তিনি জানিয়েছেন, “কলকাতা বরাবরই ভারতীয় হকিতে অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। সব সময়ই কলকাতা ভারতীয় হককে পথ দেখিয়েছে। ভবিষ্যতেও দেখাবে”। সেইসঙ্গে এদিন খানিকটা আবেগতাড়িতও হয়ে পড়েছিলেন গুরবক্স সিং। বিশেষ করে একসময় হকিতে বাংলার যে আধিপত্য ছিল সেই কথাই উঠে আসছিল বারবার তাঁর মুখ দিয়ে।

১৯০৮ সালে ভারতে প্রথম হকি অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা হয়েছিল এই কলকাতাতেই। তখন নাম ছিল বেঙ্গল হকি অ্যাসোসিয়েশন। এখন তারই নাম পরিবর্তিত হয়ে হয়েছে হকি বেঙ্গল। আগামী দিনে বাংলার হকি ফের ভারতে সেরা হবে এমনটাই আশাবাদী সকলে।

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version