Saturday, December 20, 2025

যত বিক্রম ভারতে! জঙ্গিদের বাড়ি উড়িয়ে দেশবাসীকে নাচানোয় কটাক্ষ তৃণমূলের

Date:

Share post:

বারবার কেন্দ্রের একাধিক নেতা বলে চলেছেন পহেলাগামে জঙ্গি হামলার বিরুদ্ধে কড়া ব্যবস্থা দেওয়া হবে। এদিকে প্রচার হলে শুধুই দেখা যাচ্ছে ভারতের ভিতরেই ভারতীয় সেনার (Indian Army) মহড়া। ফলাও করে প্রচার চালানো হচ্ছে জঙ্গি চিহ্নিত নাগরিকদের কাশ্মীরে অবস্থিত বাড়ি উড়িয়ে দেওয়া হচ্ছে। এখনো পর্যন্ত পাকিস্তানের বিরুদ্ধে জঙ্গি হামলা নিয়ে কোনও কড়া পদক্ষেপই দেখা যায়নি কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের (MHA) তরফে। সেখানেই তৃণমূলের প্রশ্ন, যদি সবই ভারতেই ছিল এতদিন, তাহলে এতদিন কি করছিল কেন্দ্রের সরকার।

গত চার দিনে ভারতের গোয়েন্দা বিভাগের কাছে থাকা জঙ্গিদের তালিকা ধরে ধরে খোঁজ শুরু হয়েছে। উড়িয়ে দেওয়া হয়েছে ৯ জঙ্গির (terrorist) বাড়ি। প্রচার করা হয়েছে এই বাড়িগুলিতে জঙ্গি ঘাঁটি ছিল। অথচ দেখা যাচ্ছে জঙ্গিদের বাবা-মায়েরা চরম শাস্তি, এমনকি ফাঁসিও চাইছেন জঙ্গি ছেলেদের। আর সেই সব বাড়ি উড়িয়েই কড়া পদক্ষেপের প্রচার চালাচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (MHA)। আদতে এই সবই যে এতদিন ধরে ভারতেই, নরেন্দ্র মোদির (Narendra Modi) জঙ্গি-মুক্ত কাশ্মীরের বুকেই ছিল, তা স্বরাষ্ট্র মন্ত্রকেরই পদক্ষেপে স্পষ্ট।

ভারতেই ছিল জঙ্গি ঘাঁটি, আর ভারতেই ঢুকে এসে হামলা চালালো জঙ্গিরা। সেখানেই স্বরাষ্ট্রমন্ত্রককে (MHA) তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের প্রশ্ন, আজ টিভিতে গুটিকয় বাড়ি ভাঙা দেখিয়ে বলা হচ্ছে জঙ্গিদের (terrorist) আশ্রয়স্থলে কড়া ব্যবস্থা হচ্ছে। যত বিক্রম সবকটা বাড়িই তো আমাদের দেশে। সেগুলো এতদিন ছিল কী করে? স্বরাষ্ট্রমন্ত্রক কী করছিল? নিজেদের এলাকার বাড়ি ভেঙে আমরা কড়া ব্যবস্থা বলে লাফাবো?

spot_img

Related articles

সেবাশ্রয়-২: আজ বজবজের মডেল ক্যাম্পে পরিষেবা পর্যবেক্ষণে অভিষেক 

সেবার আলোর সুস্বাস্থ্যের পথ আলোকিত করা লক্ষ্য নিয়ে ডিসেম্বরের পয়লা তারিখ থেকে শুরু হয়েছে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

মুজিবের বাড়ির উপর ISIS পতাকা! সাংবাদিকদের রক্ষার বার্তা রাষ্ট্রসঙ্ঘের

একের পর এক সংবাদপত্রের দফতরে আগুন। সাংবাদিক হত্যা। বাংলাদেশে বাক-স্বাধীনতার নিকৃষ্টতম নজির রচিত হয়েছে বৃহস্পতিবার রাতে। এবার বাংলাদেশ...

বাংলায় হিংসা ছড়াচ্ছে অমিত মালব্য: পুলিশের দ্বারস্থ তৃণমূল

প্রতিবেশী দেশ বাংলাদেশে কোনও রকম অশান্তি হলে তার আঁচ সবার আগে পড়ে বাংলায়। সেই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাত থেকে...

শীতের শহরে ম্যারাথনের উত্তাপ, ভারতীয় সংস্কৃতিতে মজে অলিম্পিক্স পদকজয়ী দৌড়বিদ

শীতের শহরে ম্যারাথনের উত্তাপ। রবিবার ভোরে কলকাতার রাজপথে ম্যারাথনে (World 25K Kolkata)অংশ নেবেন বিশ্বের খ্যতনামা রানাররা। ইতিমধ্যেই শহরে...