Saturday, January 31, 2026

প্রবেশপথেই তিন দীপস্তম্ভ, পুরীর মতো চার দ্বারও দিঘার জগন্নাথধামে

Date:

Share post:

দিঘার জগন্নাথ মন্দিরের নির্মাণশৈলী থেকে পুজো, সাজসজ্জা থেকে প্রভুর ভোগ— সবকিছুই হচ্ছে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে। মন্দিরের প্রবেশপথেই রয়েছে তিনটি চোখজুড়ানো দীপস্তম্ভ। পুরীর মতো এই মন্দিরেও রয়েছে চারটি দুয়ার। পুরো মন্দিরটি তৈরি হয়েছে রাজস্থানের গোলাপি বেলেপাথর দিয়ে। রাজস্থানের বাসিন্দা অন্তত ৮০০ জন কারিগর দিনরাত এক করে এই মন্দির গড়ে তুলেছেন। পুরীর মতোই দিঘার এই মন্দিরও কলিঙ্গ স্থাপত্যের অন্যতম নিদর্শন হতে চলেছে। মন্দিরের প্রধান প্রবেশদ্বার দিয়ে ঢুকলেই প্রথমে চোখে পড়বে তিনটি দীপস্তম্ভ। যা মন্দিরের স্থাপত্যে এক অন্য মাত্রা যোগ করেছে।

পুরীর মতো দিঘার মূল মন্দিরে প্রবেশের জন্যও রয়েছে চারটি দ্বার। মন্দিরের সিংহদ্বারের সামনে রয়েছে কালো রঙের অরুণ স্তম্ভ। কালো পাথরে দিয়ে ৩৪ ফুট লম্বা আঠারোমুখী এই অরুণ স্তম্ভটি তৈরি করা হয়েছে। স্তম্ভের মাথায় অরুণা মূর্তি। অরুণ স্তম্ভের সামনের সিংহদ্বারে ঢুকলেই পুরীর মতোই সোজাসুজি জগন্নাথদেবের মূর্তি দেখতে পাওয়া যাবে। পূর্ব দিকের মন্দিরের সিংহদ্বারের বিপরীতে রয়েছে ব্যাঘ্রদ্বার, উত্তরে হস্তিদ্বার ও দক্ষিণে অশ্বদ্বার। মন্দিরের প্রথমে রয়েছে ভোগ মণ্ডপ। তার চারটি দরজা। এ ছাড়াও রয়েছে নাটমন্দির, যা ১৬টি স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে। নাটমন্দিরের দেওয়ালে রয়েছে কালো পাথরে তৈরি ছোট ছোট দশাবতারের মূর্তি। নাটমন্দিরের পর চারটি স্তম্ভের উপরে দাঁড়িয়ে রয়েছে জগমোহন। জগমোহনের পরেই দেখা যাবে গর্ভগৃহ বা মূল মন্দির। সেখানেই সিংহাসনে বিরাজ করছেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। ভোগমণ্ডপ ও নাটমন্দিরের মধ্যে রয়েছে গরুড়স্তম্ভ। পুরীর মতো এখানেও রয়েছে লক্ষ্মীমন্দির।

প্রভু জগন্নাথের ভোগ রান্নার জন্য রয়েছে আলাদা ব্যবস্থা। তা হল ভোগশালা। তবে পুরীর ভোগশালার মতো এখানে ঝরনা বা গঙ্গাজল পাওয়ার সুযোগ না থাকায় ভোগ রান্নার জন্য বিকল্প জলের ব্যবস্থা করা হয়েছে।

দিঘার মন্দিরের জগন্নাথ, বলরাম, সুভদ্রার যে মূর্তিতে পুজো হবে তা নিমকাঠের তৈরি। শাস্ত্রীয় আচার মেনে আগামী ৩০ এপ্রিল বিগ্রহের প্রাণপ্রতিষ্ঠা করা হবে। পুরীর জগন্নাথ মন্দিরের চুড়োয় রয়েছে ধ্বজা। যা প্রতিদিন বদলানো হয়। সেই নিয়ম মেনে দিঘার মন্দিরের চুড়োতেও থাকছে ধ্বজা। যা প্রতিদিন নিয়ম মেনে পরিবর্তন করা হবে। এই কাজ করার জন্য পুরী থেকে দক্ষ লোকজনকে আনা হয়েছে।

আরও পড়ুন – আর জি কর-কাণ্ড: তৃতীয় ‘স্টেটাস রিপোর্ট’ দিল CBI, সিনপসিসে অভিযোগ মৃতার পরিবারেও

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

কুলপিতে তৃণমূল নেতার গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ, উড়ে গেল অ্যাসবেস্টসের শেডও

মধ্যরাতে তৃণমূল নেতার গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলপি(Kulpi) থানার অন্তর্গত ছামনাবনি গ্রামে। স্থানীয় তৃণমূলের...

রাজ্য প্রশাসনে একাধিক রদবদল, সচিব পদে পরিবর্তন

ভোটের  আগে রাজ্য পুলিশে বড়সড় রদবদল হয়েছে। পুলিশের পাশাপাশি প্রশাসনেও  বড় রদবদল হয়েছে।  রাজ্য প্রশাসনে একাধিক গুরুত্বপূর্ণ দফতর...

বিদায় নিচ্ছে শীত, সপ্তাহ শেষে কুয়াশার দাপট উত্তরে, জানুন আবহাওয়ার আপডেট

বিদায়ের পথে শীত।  জানুয়ারির শেষ সপ্তাহ থেকেই শীতের(Winter) দাপট কমছ সঙ্গে তাপমাত্রার পারদ বাড়ছে। দক্ষিণবঙ্গে শনিবার সামান্য কমলো...

ধর্ম জেনে বেধড়ক মার! যোগীরাজ্যে আক্রান্ত কাশ্মীরের যুবক

বিজেপি শাসিত রাজ্যে ভয়ঙ্কর (BJP ruled state) পরিণতি নাবালকের! সংখ্যালঘু পরিচয় দিলেই যে তাঁকে আক্রমের শিকার হতে হবে...