Friday, December 19, 2025

দিল্লির বিরুদ্ধে জয়ের লক্ষ্যে নাইটদের নজরে পিচ

Date:

Share post:

দিল্লি ক্যাপিটালসের(DC) বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) স্ট্র্যাটেজিই যেন আত্মবিশ্বাস যোগাচ্ছে কলকাতা নাইট রাইডার্স(KKR)। মঙ্গলবার দিল্লির বিরুদ্ধে কার্যত মরণ-বাঁচন ম্যাচে নামছে কলকাতার নাইটরা(KKR)। সেই ম্যাচে জিততেই শেষ মুহূর্তের প্রস্তুতিতে তুঙ্গে নাইট শিবির। তবে এই ম্যাচেও অ্যানরিখ নর্খিয়ার খেলার সম্ভাবনা নেই বললেই চলে। দলের দেশীয় বোলারদের ওপর ভরসা রাখতে চলেছে নাইট শিবির। সেইসঙ্গে দিল্লির পিচের কথা মাথায় রেখে বোলিং নিয়েও থাকছে বিশেষ পরিকল্পনা।

দিল্লির পিচে বাউন্স সেভাবে পাওয়া যাচ্ছে না। সেইসঙ্গে বলও খানিকটা স্লো হচ্ছে। অর্থাৎ স্পিনাররা বেশ খানিকটা সুবিধা পেতে পারে। সেভাবেই নিজেদের প্রস্তুত করছে নাইট রাইডার্স শিবির। ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে এসে তেমনটাই জানালেন হর্ষিত(Harshit Rana)। তবে এদিনের ম্যাচে যে টার্নিং পয়েন্ট যে দিল্লির পিচ হতে চলেছে তা হর্ষিত রানার কথাতেই স্পষ্ট।

হর্ষিত রানা(Harshit Rana) জানাচ্ছিলেন, “দিল্লির পিচে আমরা শেষ ম্যাচে দেখেছি সেখানে সেভাবে বাউন্স হচ্ছিল না। বলও খানিকটা লো হচ্ছিল। সেটা দেখেই আমরা প্রস্তুতি সারছি। এই পিচের সঙ্গে আমরা যত তাড়াতাড়ি মানিয়ে নিতে পারব ততই ভাল হবে”।

এবারের আইপিএলে(IPL) কলকাতা নাইট রাইডার্সের(KKR) ব্যাটিং নিয়ে চলছে জোর সমালোচনা। অন্তত পঞ্জাব কিংসের বিরুদ্ধে যেভাবে ব্যাটিংয়ে ধস নেমেছিল, তাতেই সকলেই সমালোচনায় হয়েছে। যদিও নাইট শিবির এখন সেসসব অতীত নিয়ে ভাবতে একেবারেই নারাজ। দিল্লির বিরুদ্ধে এই ম্যাচ এখন কলকাতা নাইট রাইডার্সের(KKR) কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ এই ম্যাচ হেরে গেলে কার্যত প্লে অফের আশা একেবারেই ক্ষীণ হয়ে যাবে কেকেআরের।

হর্ষিত রানার(Harshit Rana) মুখেও সাংবাদিক সম্মেলনের দিন সেই একই কথা। দিল্লিতে জয়ে ফেরা এখন নাইট রাইডার্সের কাছে পাখির চোখ। সেইসঙ্গে ফর্মে ফিরতেও মরিয়া হর্ষিত রানা। তিনি যে এই মরসুমে ভাল বোলিং করতে পারছেন না সেই কথাও স্বীকার করে নিয়েছেন রানা। শেষপর্যন্ত নাইট রাইডার্স জিততে পারে কিনা সেটাই দেখার।

spot_img

Related articles

হার্দিক-বরুণের দাপটে স্বস্তির জয়, চিন্তা বজায় রাখলেন সূর্য

শনিবার টি২০  বিশ্বকাপের(T20 World Cup) দল ঘোষণা। তার আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০(T20) সিরিজ জিতল টিম ইন্ডিয়া। আহমেদাবাদে...

কবে থেকে ভোটারদের শুনানি: শুক্রেও নিরুত্তর কমিশন!

খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে ১৬ ডিসেম্বর। অন্যান্য রাজ্যের মতো অতিরিক্ত সময় চায়নি বাংলার নির্বাচন কমিশন (Election Commission)।...

ফের CPIM-এ নারীঘটিত কেলেঙ্কারি, মুখ বাঁচাতে তরুণ নেতাকে বহিষ্কার সেলিমদের

সুশান্ত ঘোষ, তন্ময় ভট্টাচার্য, বংশগোপাল চৌধুরীর পরে ফের নারীঘটিত কেলেঙ্কারি সিপিএমে (CPIM)। এবার নাম জোড়ালো এক তরুণতুর্কির। মুখ...

সেবাশ্রয়ে ২০তম দিনে ক্যাম্পে যাবেন অভিষেক: সাফল্যের খতিয়ান পেশ

প্রথম ক্যাম্পের সাফল্য অনুপ্রাণিত করেছে দ্বিতীয় ক্যাম্পের আয়োজনে। সেবাশ্রয়-২ উদ্বোধনে সদর্পে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়...