Wednesday, December 24, 2025

সোমবার, সপ্তাহের প্রথমদিন: অফিস টাইমেই মেট্রোয় আটকে যাত্রীরা!

Date:

Share post:

মেট্রো হয়রানি নিত্য সঙ্গী শহর কলকাতার মানুষের। অফিসে, স্কুলে, বা জরুরি কাজে যাওয়ার জন্য যাঁরা বরাবর কলকাতা মেট্রোর (Kolkata Metro) উপর ভরসা করে থাকেন, তাঁদের বাধ্যতার সুযোগ নিয়ে চূড়ান্ত গাফিলতিতেই নিত্যদিন চলছে মেট্রো পরিষেবা (metro service)। একদিকে যখন শহরে নিত্য নতুন রুটে মেট্রো চালানোর ঢালাও প্রচার চালাচ্ছে কলকাতা মেট্রো, তখন সবথেকে গুরুত্বপূর্ণ রুটেই পরিষেবা দিতে ব্যর্থ মেট্রো।

সপ্তাহের প্রথম দিন সোমবার আপ ও ডাউন লাইনে মেট্রো চলাচল ব্যাহত। অফিস টাইমে সকাল ৯টা থেকে পরিষেবা ব্যহত হওয়ায় বহু মেট্রোতে ভিড়ে ঠাসা অবস্থায় আটকে পড়েন যাত্রীরা। কোনও মেট্রো স্টেশন ছেড়ে বেরোতে গিয়ে আটকে যায়। কোনওটি সিগনাল (signal) না পেয়ে দীর্ঘক্ষণ আটকে থাকে। দু’ঘণ্টা কেটে গেলে স্বাভাবিক হয়নি পরিষেবা। দমদম ও নোয়াপাড়ার মধ্যে সিগন্যালে সমস্যার জন্য মেট্রো ঠিকমতো চলছে না, দাবি মেট্রো কর্তৃপক্ষের।

স্টেশনের মাঝখানে লাইন দিয়ে দাঁড়িয়ে মেট্রো। অফিস যাত্রীরা সময় মতো অফিসে পৌঁছতে পারেননি। মেট্রো ছেড়ে বাস ধরে অফিস বা স্কুল পৌঁছানোর ক্ষেত্রেও বিপাক যাত্রীরা। কারণ তাঁরা বন্ধ মেট্রোতে আটকে পড়েন। কর্তৃপক্ষ জানান, কাজ শুরু করেছেন মেট্রোর ইঞ্জিনিয়াররা। কিন্তু দুঘণ্টাতেও স্বাভাবিক হয়নি পরিষেবা। স্টেশনেও তিল ধারনের জায়গা নেই। যদিও এখনও পর্যন্ত এ বিষয়ে মেট্রো রেল কর্তৃপক্ষের (Metro authorities) কোনও বক্তব্য পাওয়া যায়নি।

যাত্রীদের দাবি, এই সমস্যা নতুন নয়। প্রায় এক সপ্তাহ ধরেই প্রতিদিন কোনও না কোনও স্টেশনে সিগনাল (signal) সমস্যায় দাঁড়িয়ে যায় মেট্রো। ব্যস্ত সময়ে সমস্যা কম থাকায় এতদিন এইরকম ভোগান্তি হয়নি। সোমবার সেই সমস্যা চূড়ান্ত আকার নেয়।

spot_img

Related articles

মেগা মিটিংয়ে জট কাটার ইঙ্গিত, আইএসএল নিয়ে আশার আলো

বছর শেষে আইএসএল(ISL) নিয়ে আশার আলো। বড়দিনের আগের সন্ধ্যায় ফেডারেশন (AIFF) গঠিত কমিটির সঙ্গে আলোচনায় বসেছিলেন ক্লাব জোটের...

মন্ত্রিসভার বৈঠকে সিলমোহর, মাদার ডেয়ারি এখন বাংলার ডেয়ারি

মাদার ডেয়ারির সঙ্গে জুড়ছে বাংলার ডেয়ারি। ফলে মাদার ডেয়ারির নাম বদলে হচ্ছে বাংলার ডেয়ারি। বুধবার মন্ত্রিসভার বৈঠকে এমনই...

ফের জমবে আড্ডা! আদালতের স্থগিতাদেশে ১৬ দিন পর খুলল গ্লেনারিজের বার 

দার্জিলিং সফর মানেই গ্লেনারিজে বসে আড্ডা—এই ধারণার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে পাহাড় শহরের ঐতিহ্যবাহী এই রেস্তোরাঁ। সেই গ্লেনারিজের বার...

শান্তির দীপ এসো ঘরে ঘরে: নিজের লেখা-সুর করা গান পোস্ট করে ‘Merry Christmas’ জানালেন মুখ্যমন্ত্রী

রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে চূড়ান্ত ব্যস্ততা। তার মধ্যে থেকেই নিয়মিত ছবি আঁকেন, কবিতা লেখেন, গান লেখেন, সুর দেন...