ঠিক যেন গৃহকর্ত্রী! দিঘায় অতিথিদের আপ্যায়ন থেকে অনুষ্ঠানস্থলের নিরাপত্তা খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

দীর্ঘ প্রতীক্ষার অবসান। শুভ অক্ষয় তৃতীয়ায় দিঘায় হতে চলেছে জগন্নাথধামের শুভ উদ্বোধন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই গড়ে উঠেছে এই ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্র। রবিবার রাত থেকেই আমন্ত্রিত অতিথিরা দিঘায় এসে পৌঁছাতে শুরু করেন। সোমবার সকালেই মুখ্যমন্ত্রী নিজে পৌঁছে যান অনুষ্ঠানের স্থান পরিদর্শনে।

সব ধরনের প্রস্তুতি নিজে ঘুরে ঘুরে খতিয়ে দেখেন তিনি। অতিথিদের আপ্যায়ন থেকে শুরু করে অনুষ্ঠানস্থলের নিরাপত্তা— কোনও কিছুতেই ত্রুটি রাখছেন না মুখ্যমন্ত্রী। তিনি হোটেল কর্তৃপক্ষকে কড়াভাবে নির্দেশ দেন, যেন কোনওরকম অসুবিধা না হয়। অনুষ্ঠানে উপস্থিত থাকছেন বিশিষ্ট শিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়, জিৎ গঙ্গোপাধ্যায় সহ বহু বিশিষ্টজন।

মুখ্যমন্ত্রীর আন্তরিক প্রচেষ্টা ও নজরদারিতে অনুষ্ঠানের প্রতি রাজ্যের মানুষের মধ্যে উন্মাদনা তুঙ্গে। পূর্ব মেদিনীপুর জেলা তো বটেই, গোটা বাংলা আজ তাকিয়ে রয়েছে এই ঐতিহাসিক মুহূর্তের দিকে।

আরও পড়ুন – ফের NIA হেফাজত বাড়ল মুম্বই হামলার মূল চক্রী রানার! একাধিক নির্দেশিকা কোর্টের 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_