Friday, August 22, 2025

পহেলগাম হামলা: কোকেরনাগ জঙ্গলে ২২ ঘণ্টা ট্রেক করে এসেছিল জঙ্গিরা! তদন্তে নয়া মোড়

Date:

Share post:

পহেলগামের বৈসরনে ভয়াবহ জঙ্গি হামলার পর দিন গড়ানোর সঙ্গে সঙ্গে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। জাতীয় তদন্ত সংস্থা (NIA) ও স্থানীয় প্রশাসনের তরফে জানা গিয়েছে, হামলাকারীরা মাত্র ৮ ঘণ্টা নয়, ২০ থেকে ২২ ঘণ্টা ট্রেক করে দুর্গম পাহাড়ি পথ পেরিয়ে বৈসরনে পৌঁছেছিল কোকেরনাগ জঙ্গল থেকে। রবিবার দুপুরে তদন্তকারীদের হাতে আসে এই গুরুত্বপূর্ণ তথ্য।

প্রথমে অনুমান করা হয়েছিল যে, বৈসরনের আশপাশের কোনও জঙ্গল থেকেই হামলাকারীরা এসেছিল। কিন্তু সূত্রের খবর, কোকেরনাগ থেকে শুরু করে পাহাড়ি গা-ঘেঁষা রাস্তা পেরিয়ে তারা বৈসরনে পৌঁছায়। এক স্থানীয় ব্যক্তির সাহায্যে তারা রেইকি করে, ফলে এলাকা চেনা কিংবা গোপনে প্রবেশ করা তেমন কঠিন হয়নি।

জানা গিয়েছে, হামলার সময় জঙ্গিরা দুইজনের কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এই ফোনগুলোর কী ব্যবহার ছিল তা এখনও স্পষ্ট নয়। তদন্তে উঠে এসেছে, চারজন জঙ্গির মধ্যে একজন ছিল কাশ্মীরের আদিল থোকর, যে ২০১৮ সালে হিজবুল মুজাহিদিনে যোগ দেয় এবং পরে পাকিস্তানে গিয়ে লস্কর-ই-তৈবায় প্রশিক্ষণ নেয়। ২০২৪ সালে সে কাশ্মীরে ফিরে আসে এবং পাকিস্তানি জঙ্গি সংগঠনের হয়ে কাজ শুরু করে। ফরেনসিক রিপোর্ট অনুযায়ী, হামলায় একে-৪৭ ও এম-৪ অ্যাসল্ট রাইফেল ব্যবহার করা হয়েছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের মতে, হামলার মুহূর্ত ছিল রীতিমতো হাড়হিম করা। সেইসব বয়ানকে ভিত্তি করেই এগোচ্ছে তদন্ত। প্রশাসন, সেনা ও গোয়েন্দা সংস্থা যৌথভাবে এই ঘটনায় জড়িতদের খোঁজে তল্লাশি জোরদার করেছে। আরও তথ্য সামনে এলেই তদন্তে আরও গতি আসবে বলে আশা করছেন আধিকারিকরা।

আরও পড়ুন – এনসিইআরটির পাঠ্যবইতে বদল! বাদ গেল মুঘল ও সুলতানি সাম্রাজ্য, যুক্ত হল কুম্ভমেলা

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

আজ দুপুরেই জয়েন্টের ফল: হাই কোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিয়ে জানাল শীর্ষ আদালত, নয়া মেধাতালিকা প্রকাশও

জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকা নিয়ে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের নির্দেশে স্থগিতাদেশ...

গায়ক থেকে পরিচালক, নওয়াজউদ্দিনকে নিয়ে শান্তিনিকেতনে শ্যুটিং অরিজিতের!

রেকর্ডিং ফ্লোর থেকে স্টেজ, কণ্ঠের জাদুতে হিমাচলের মন জয় করার পর এবার ক্ল্যাপস্টিক হাতে চমকে দিলেন অরিজিৎ সিং...

জয়েন্ট এন্ট্রান্সের নয়া মেধাতালিকা প্রকাশ করার সুপ্রিম-নির্দেশ

জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকা নিয়ে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (JEE) নতুন মেধা তালিকা...

অপমানিত দিলীপ; রবিশঙ্করের আশ্রমে যাওয়ার আগে বললেন, জোর ধাক্কা খাবে

প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের অনুষ্ঠানে ডাক না পেয়ে ক্ষুব্ধ -হতাশ দিলীপ ঘোষ (Dilip Ghosh) চলে গেলেন বেঙ্গালুরুতে। সেখানে সস্ত্রীক...