ঘরের মাঠে দিল্লিকে হারিয়ে রাহুলের পাল্টা বিরাটের কান্তারা সেলিব্রেশন

দিল্লির ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়। সেখানেই দুরন্ত পারফরম্যান্স বিরাট কোহলির(Virat Kohli)। আরসিবির(RCB) জয়ের নাময়ক ক্রুণাল পান্ডিয়া(Krunal Pandya) হলেও, তার নেপথ্য কারিগড় যে বিরাট কোহলি তা বলার অপেক্ষা রাখে না। আরসিবির হয়ে খেললেও আদতে তো তিনি দিল্লির ছেলে। ঘরের মাঠে জিতেই কেএল রাহুলের পাল্টা সেলিব্রেশন বিরাট কোহলি(Virat Kohli)। চিন্নাস্বামী স্টেডিয়ামে বেঙ্গালুরুকে হারিয়ে কান্তারা(Kantara) সেলিব্রেশন করেছিলেন কেএল রাহুল। এবার সেই সেলিব্রেশনই দিল্লির মাঠে করলেন বিরাট কোহলি। তাও আবার কেএল রাহুলকে ডেকে সেই সেলিব্রেশন করে দেখালেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক।

চলতি আইপিএলে(IPL) দুরন্ত ফর্মে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেইসঙ্গে অসাধারণ ফর্মে রয়েছেন বিরাট কোহলিও। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে এই ম্যাচেও অর্ধশতরানের ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি। তাঁর স্লো ইনিংস নিয়ে কথা হলেও, সেই মুহূর্তে বিরাটের এই খেলাটাই যে আরসিবির জয়ের রাস্তাটা প্রশস্ত করেছিল তা বলার অপেক্ষা রাখে না। এরপর ক্রুণাল পান্ডিয়ার দুরন্ত ইনিংস তো রয়েছেই। দিল্লিকে হারিয়ে এই নিয়ে একটানা ছটা অ্যাওয়ে ম্যাচ জেতার রেকর্ড করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু(RCB)।

এই ম্যাচ জয়ের পরই কেএল রাহুলের(KL Rahul) কাছে গিয়ে বিরাট কোহলির(Virat Kohli) কান্তারা সেলিব্রেশন। তবে কোনও পাল্টা লড়াই নয়। নেহাতই মজার ছলেই সেটা করেছেন কিং কোহলি। এরপরই কেএল রাহুলকে জড়িয়ে ধরেন আরসিবির স্টার বয়। এই মুহূর্তে লিগ টেবিলে শীর্ষে রয়েছে আরসিবি। চ্যাম্পিয়ন হতে এবার মরিয়া হয়ে রয়েছে বেঙ্গালুরু।

এর আগে বেঙ্গালুরুর ঘরের মাঠে জিতেছিল দিল্লি ক্যাপিটালস। সেখানেই ৯৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন কেএল রাহুল। সেই পারফরম্যান্স করার পর মাঠেই কান্তারা সেলিব্রেশন করেছিলেন কেএল রাহুল। সেটা দেখলেও জবাবটা তুলে রেখেছিলেন বিরাট কোহলি। এদিন সেটারই পাল্টা দিলেন বিরাট। আর সেই ছবিই সোশ্যাল মিডিয়া জুড়ে এখন ভাইরাল।