Thursday, August 28, 2025

হাওড়ার খাঁপাড়া মোড়ে বাস দুর্ঘটনা, রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের 

Date:

গতি নিয়ন্ত্রণ করতে না পেরে সাইকেল ও বাইককে ধাক্কা মারল যাত্রীবাহী বাস। মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে হাওড়ার খাঁপাড়া মোড়ে ১৬ নম্বর জাতীয় সড়কে (NH 16)। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সিগন্যাল না মেনে বেপরোয়াভাবে ছুটছিল ঝিখিরা-হাওড়া রুটের (Jhikhira – Howrah) একটি বেসরকারি বাস। খাঁপাড়া মোড়ে ট্র্যাফিক সিগন্যাল না মেনে দ্রুতগতিতে যেতে গিয়ে সামনে দুটো সাইকেলে এবং দুটি বাইককে পরপর ধাক্কা মারে। গুরুতর আহত হন ৬ জন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা গেছে এক মহিলা-সহ তিনজনের আঘাত গুরুতর হওয়ায় তাঁদের গাববেড়িয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা প্রায় আধঘণ্টা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। ব্যস্ত রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, পুলিশের যথাযথ নজরদারি না থাকার কারণে বেশিরভাগ সময় সিগন্যাল নামে নেই গাড়ির দৌরাত্ম্য চলে। এই ব্যাপারে তাঁরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চালকসহ ঘাতক বাসটিকে আটক করেছে।

 

 

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version