১৫ হাজার উচ্চ প্রাথমিকে নিয়োগ দ্রুত নিয়োগ; নির্দেশ হাইকোর্টের

নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখার কারণে হাইকোর্টের (Calcutta High Court) কড়া প্রতিক্রিয়া এসএসসি (SSC) চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারকে

উচ্চ প্রাথমিকে নিয়োগের জটিলতায় হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও আটকে নিয়োগ প্রক্রিয়া। এবার সেই প্রক্রিয়া আরও দ্রুত করার নির্দেশ কলকাতা হাইকোর্টের (Caclutta High Court)। আদালতে এই নিয়োগ প্রক্রিয়ার জটিলতার কথা তুলে ধরে এসএসসি (SSC)। তা সত্ত্বেও নিয়োগেই জোর দিয়ে এসএসসি-কে কড়া বার্তা দেন বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। মামলার পরবর্তী শুনানি ১৬ মে।

উচ্চ প্রাথমিকে (Upper Primary) ১৪ হাজার ৩৩৯ পদে নিয়োগে ছাড়পত্র দিয়েছিল কলকাতা হাইকোর্ট। মেধাতালিকার বাইরে থাকা ১ হাজার ৪৬৩ জনকেও নিয়োগপত্র দেওয়ার নির্দেশ দেয় আদালত। হাইকোর্টের রায় বহাল রাখে সুপ্রিম কোর্টও। তবে রাজ্যের স্কুলগুলির শূন্যপদ অনুসারে সেই নিয়োগ সম্ভব না হওয়ায় এসএসসি সেই ১৪৬৩ পদের নিয়োগ স্থগিত রাখে। তাই নিয়ে ফের একটি মামলা হয় কলকাতা হাইকোর্টে।

মঙ্গলবার সেই মামলার শুনানিতে নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখার কারণে হাইকোর্টের (Calcutta High Court) কড়া প্রতিক্রিয়া এসএসসি (SSC) চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারকে। ডিভিশন বেঞ্চ এসএসসি চেয়ারম্যানকে গ্রেফতারেরও হুঁশিয়ারি দেয়। সেই সঙ্গে আদালতের নির্দেশ দ্রুত কার্যকর করার নির্দেশ দেয়। পরবর্তী শুনানির আগে সমস্যা জানানোর কোনও অবকাশ এসএসসি-কে দেয়নি আদালত।