Thursday, August 21, 2025

পোপ ফ্রান্সিসের উত্তরসূরী নির্বাচনে ৭ মে থেকে কনফ্লেভ শুরুর ঘোষণা ভ্যাটিকানে 

Date:

প্রয়াত পোপ ফ্রান্সিসের (Pope Francis) শেষকৃত্যের পর এবার নতুন পোপ নির্বাচনে কনক্লেভ শুরুর তারিখ ঘোষণা হল ভ্যাটিকানে (Vatican)। গত ২৮ এপ্রিল (সোমবার) রোমে ক্যাথলিক কার্ডিনালদের রুদ্ধদ্বার বৈঠকে (Catholic cardinals meeting) সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আগামী ৭ মে (বুধবার) থেকে কনক্লেভ আয়োজিত হবে । সারা বিশ্ব থেকে প্রায় ১৩৫ জন কার্ডিনাল এতে অংশ নেবেন এবং তাঁদের মতামত জানাবেন। এই ভোটের ভিত্তিতেই ১.৪ বিলিয়ন সদস্যের চার্চের পরবর্তী নেতা কে হবেন তা নির্ধারণ করা হবে।

১৬ শতকের সিস্টিন চ্যাপেল সোমবার পর্যটকদের জন্য বন্ধ করে দেওয়া হয়। এখানেই কনক্লেভ সংক্রান্ত বৈঠক হয়েছে। ভ্যাটিকানের মুখপাত্র মাত্তেও ব্রুনি (Matteo Bruni) জানিয়েছেন, কার্ডিনালরা সেন্ট পিটার্স ব্যাসিলিকায় (St Peter’s Basilica) একটি প্রার্থনায় অংশ নেবেন, এরপর যাঁরা ভোটার বলে গণ্য হবেন তাঁদের সিস্টিন চ্যাপেলে গোপন ব্যালট (Secret Ballot) প্রক্রিয়ায় সামিল হতে হবে। সোমবার বৈঠকে কার্ডিনাল সংক্রান্ত একাধিক বিষয়ের আলোচিত হয়। পোপ ফ্রান্সিস মায়ানমার, হাইতি এবং রুয়ান্ডার মতো এমন স্থান থেকে কার্ডিনাল নিয়োগের বিষয়টিকে অগ্রাধিকার দিয়েছিলেন যেখানে কখনও কার্ডিনাল ছিলেন না। সোমবার সুইডিশ কার্ডিনাল অ্যান্ডার্স আরবোরেলিয়াস (Swedish Cardinal Anders Arborelius) বলেন যে, প্রয়োজনে এই কনক্লেভ আরও বেশি সময় নিতে পারে তাতে একে অন্যকে বুঝতে সুবিধা হবে। কারণ পোপ ফ্রান্সিসের নিয়োগ করা অনেক কার্ডিনাল আগে কখনও একে অপরের সঙ্গে দেখা করার সুযোগ হয়নি। সেক্ষেত্রে কোন তাড়াহুড়োর প্রয়োজন নেই বলেই মত প্রকাশ করেন অ্যান্ডার্স। প্রাথমিকভাবে মে মাসের ৬ তারিখ থেকে কনক্লেভ শুরুর চিন্তাভাবনা থাকলেও, ভোটের আগে কার্ডিনালরা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য একদিন অতিরিক্ত সময় হাতে রেখেছেন বলে মনে করা হচ্ছে।

 

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...
Exit mobile version