Monday, November 3, 2025

পোপ ফ্রান্সিসের উত্তরসূরী নির্বাচনে ৭ মে থেকে কনফ্লেভ শুরুর ঘোষণা ভ্যাটিকানে 

Date:

প্রয়াত পোপ ফ্রান্সিসের (Pope Francis) শেষকৃত্যের পর এবার নতুন পোপ নির্বাচনে কনক্লেভ শুরুর তারিখ ঘোষণা হল ভ্যাটিকানে (Vatican)। গত ২৮ এপ্রিল (সোমবার) রোমে ক্যাথলিক কার্ডিনালদের রুদ্ধদ্বার বৈঠকে (Catholic cardinals meeting) সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আগামী ৭ মে (বুধবার) থেকে কনক্লেভ আয়োজিত হবে । সারা বিশ্ব থেকে প্রায় ১৩৫ জন কার্ডিনাল এতে অংশ নেবেন এবং তাঁদের মতামত জানাবেন। এই ভোটের ভিত্তিতেই ১.৪ বিলিয়ন সদস্যের চার্চের পরবর্তী নেতা কে হবেন তা নির্ধারণ করা হবে।

১৬ শতকের সিস্টিন চ্যাপেল সোমবার পর্যটকদের জন্য বন্ধ করে দেওয়া হয়। এখানেই কনক্লেভ সংক্রান্ত বৈঠক হয়েছে। ভ্যাটিকানের মুখপাত্র মাত্তেও ব্রুনি (Matteo Bruni) জানিয়েছেন, কার্ডিনালরা সেন্ট পিটার্স ব্যাসিলিকায় (St Peter’s Basilica) একটি প্রার্থনায় অংশ নেবেন, এরপর যাঁরা ভোটার বলে গণ্য হবেন তাঁদের সিস্টিন চ্যাপেলে গোপন ব্যালট (Secret Ballot) প্রক্রিয়ায় সামিল হতে হবে। সোমবার বৈঠকে কার্ডিনাল সংক্রান্ত একাধিক বিষয়ের আলোচিত হয়। পোপ ফ্রান্সিস মায়ানমার, হাইতি এবং রুয়ান্ডার মতো এমন স্থান থেকে কার্ডিনাল নিয়োগের বিষয়টিকে অগ্রাধিকার দিয়েছিলেন যেখানে কখনও কার্ডিনাল ছিলেন না। সোমবার সুইডিশ কার্ডিনাল অ্যান্ডার্স আরবোরেলিয়াস (Swedish Cardinal Anders Arborelius) বলেন যে, প্রয়োজনে এই কনক্লেভ আরও বেশি সময় নিতে পারে তাতে একে অন্যকে বুঝতে সুবিধা হবে। কারণ পোপ ফ্রান্সিসের নিয়োগ করা অনেক কার্ডিনাল আগে কখনও একে অপরের সঙ্গে দেখা করার সুযোগ হয়নি। সেক্ষেত্রে কোন তাড়াহুড়োর প্রয়োজন নেই বলেই মত প্রকাশ করেন অ্যান্ডার্স। প্রাথমিকভাবে মে মাসের ৬ তারিখ থেকে কনক্লেভ শুরুর চিন্তাভাবনা থাকলেও, ভোটের আগে কার্ডিনালরা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য একদিন অতিরিক্ত সময় হাতে রেখেছেন বলে মনে করা হচ্ছে।

 

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version