Friday, January 30, 2026

শুরু প্রাণপ্রতিষ্ঠার ঐতিহাসিক পর্ব! অক্ষয় তৃতীয়ায় খুলছে দিঘার জগন্নাথ ধামের দ্বার

Date:

Share post:

দীর্ঘ প্রতীক্ষার অবসান। অক্ষয় তৃতীয়ার পবিত্র লগ্নে দিঘায় নবনির্মিত জগন্নাথ ধামের দরজা খুলতে চলেছে। মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা পেতে চলেছেন জগন্নাথ, বলভদ্র ও শুভদ্রা। এই ঐতিহাসিক মুহূর্তের কাউন্টডাউন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। রাজ্যজুড়ে এক উৎসবমুখর আবহ তৈরি হয়েছে।

মঙ্গলবার বিকেলে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত থেকে মূল যজ্ঞের পূণ্যাহুতি দেন। এরপর শাস্ত্রমতে ফুলে সাজানো শয্যায় রাখা হয় তিন দেবতাকে। বুধবার সকাল থেকে শুরু হবে পৃথক যজ্ঞ, যেখান থেকে শুরু হবে প্রাণপ্রতিষ্ঠার মূল আচার। মন্ত্রোচ্চারণের মাধ্যমে যজ্ঞকুণ্ড ও কুম্ভকুণ্ডের প্রতিষ্ঠা করা হবে।

বুধবার সকাল ১১টা ১০ মিনিট থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত মাত্র ২০ মিনিটের এক গভীর, আধ্যাত্মিক লগ্নে সম্পন্ন হবে প্রাণপ্রতিষ্ঠার মাহেন্দ্রক্ষণ। সাধু ও সন্ন্যাসীরা রুদ্ধদ্বারে দেবতাদের সর্বাঙ্গে কুশের স্পর্শ করে দেবত্ব আরোপ করবেন।

প্রাণপ্রতিষ্ঠার আচার শুরু হয়েছে এক কোটি মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে। সপ্তাহব্যাপী চলছে যজ্ঞ, পুজো-অর্চনা, বিষ্ণু সহস্রনাম ও হরিনামের পাঠ। একইসঙ্গে, রাধা-কৃষ্ণের বিগ্রহেও প্রাণ প্রতিষ্ঠা করা হবে জগন্নাথের সঙ্গে।

মন্দির সূত্রে জানা গেছে, এই উপলক্ষে দেবতাকে নিবেদন করা হবে ছাপ্পান্ন ভোগ। ইতিমধ্যে প্রস্তুত হচ্ছে পেঁড়া, খাজা, গজা, রসগোল্লার মতো বহু প্রকারের মিষ্টি। পুরীর মতোই দিঘাতেও খাজা হবে ঠাকুরের প্রসাদ। মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন, দিঘার জগন্নাথধামে প্রসাদ হিসেবে থাকবে পেঁড়া ও গজা। ঐতিহাসিক দিনের সাক্ষী হতে প্রস্তুত পুরো রাজ্য। আধ্যাত্মিক উচ্ছ্বাসে মুখর সমুদ্র শহর দিঘা।

আরও পড়ুন- সক্রিয় ৫ মন্ত্রী, শীর্ষ আমলারা! তারকাদের ঢল নামল সমুদ্রনগরী দিঘায়

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

রাজ্য পুলিশের নতুন ডিজি পীযূষ পাণ্ডে, রাজ্যজুড়ে পুলিশ আধিকারিকদের ব্যাপক রদবদল

নির্বাচনের আগে রাজ্য পুলিশের গুরুত্বপূর্ণ সব পদে রদবদলের ঘোষণা হল শুক্রবার। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের অবসরগ্রহণের আগেই...

মাধ্যমিকের আগে অ্যাডমিট বিভ্রাট: কড়া পদক্ষেপ হাইকোর্টের

মাধ্যমিক পরীক্ষার আগে অ্যাডমিট কার্ড নিয়ে বিভ্রাট নতুন নয়। এবছরও তার ব্যতিক্রম হল না। ফের একবার কলকাতা হাই...

রাজ্যের ঘরোয়া উৎপাদন বাড়ল: সংসদে তথ্য পেশ কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের

২০২৪-২৫ অর্থবর্ষে বর্তমান মূল্যে পশ্চিমবঙ্গের নেট রাজ্য ঘরোয়া উৎপাদন - এনএসডিপি ৯.৮৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৬.৩২ লক্ষ কোটি...

আনন্দপুর-অগ্নিকাণ্ডে BJP-র দ্বিচারিতা: মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য মোদির, শুভেন্দু রাজ্যের কাছে চান ৫০ লাখ!

বিধানসভা নির্বাচনের আগে হওয়া গরম করতে বিজেপি নেতা ঘটনাস্থলে দাঁড়িয়ে মৃতদের পরিবার পিছু ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ...