শুরু প্রাণপ্রতিষ্ঠার ঐতিহাসিক পর্ব! অক্ষয় তৃতীয়ায় খুলছে দিঘার জগন্নাথ ধামের দ্বার

দীর্ঘ প্রতীক্ষার অবসান। অক্ষয় তৃতীয়ার পবিত্র লগ্নে দিঘায় নবনির্মিত জগন্নাথ ধামের দরজা খুলতে চলেছে। মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা পেতে চলেছেন জগন্নাথ, বলভদ্র ও শুভদ্রা। এই ঐতিহাসিক মুহূর্তের কাউন্টডাউন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। রাজ্যজুড়ে এক উৎসবমুখর আবহ তৈরি হয়েছে।

মঙ্গলবার বিকেলে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত থেকে মূল যজ্ঞের পূণ্যাহুতি দেন। এরপর শাস্ত্রমতে ফুলে সাজানো শয্যায় রাখা হয় তিন দেবতাকে। বুধবার সকাল থেকে শুরু হবে পৃথক যজ্ঞ, যেখান থেকে শুরু হবে প্রাণপ্রতিষ্ঠার মূল আচার। মন্ত্রোচ্চারণের মাধ্যমে যজ্ঞকুণ্ড ও কুম্ভকুণ্ডের প্রতিষ্ঠা করা হবে।

বুধবার সকাল ১১টা ১০ মিনিট থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত মাত্র ২০ মিনিটের এক গভীর, আধ্যাত্মিক লগ্নে সম্পন্ন হবে প্রাণপ্রতিষ্ঠার মাহেন্দ্রক্ষণ। সাধু ও সন্ন্যাসীরা রুদ্ধদ্বারে দেবতাদের সর্বাঙ্গে কুশের স্পর্শ করে দেবত্ব আরোপ করবেন।

প্রাণপ্রতিষ্ঠার আচার শুরু হয়েছে এক কোটি মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে। সপ্তাহব্যাপী চলছে যজ্ঞ, পুজো-অর্চনা, বিষ্ণু সহস্রনাম ও হরিনামের পাঠ। একইসঙ্গে, রাধা-কৃষ্ণের বিগ্রহেও প্রাণ প্রতিষ্ঠা করা হবে জগন্নাথের সঙ্গে।

মন্দির সূত্রে জানা গেছে, এই উপলক্ষে দেবতাকে নিবেদন করা হবে ছাপ্পান্ন ভোগ। ইতিমধ্যে প্রস্তুত হচ্ছে পেঁড়া, খাজা, গজা, রসগোল্লার মতো বহু প্রকারের মিষ্টি। পুরীর মতোই দিঘাতেও খাজা হবে ঠাকুরের প্রসাদ। মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন, দিঘার জগন্নাথধামে প্রসাদ হিসেবে থাকবে পেঁড়া ও গজা। ঐতিহাসিক দিনের সাক্ষী হতে প্রস্তুত পুরো রাজ্য। আধ্যাত্মিক উচ্ছ্বাসে মুখর সমুদ্র শহর দিঘা।

আরও পড়ুন- সক্রিয় ৫ মন্ত্রী, শীর্ষ আমলারা! তারকাদের ঢল নামল সমুদ্রনগরী দিঘায়

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_