পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে পাক যোগ! কলকাতায় ধৃত যুবক

প্রতীকী

কলকাতার মাটিতে বসে পাক নাগরিক! তার উপর পাসপোর্ট জালিয়াতি চক্রের মস্তিষ্ক! এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে আনল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ধৃত আজাদ মল্লিক—যার আসল নাম আজাদ হুসেন, পাকিস্তানের নাগরিক সে। দীর্ঘদিন ধরে বাংলাদেশি পরিচয় দিয়ে কলকাতায় বসবাস করছিল। শুধু নিজেই নয়, বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে ঢোকা মানুষদের জাল কাগজপত্র দিয়ে তৈরি করে দিত ভারতীয় পাসপোর্ট।

১৪ দিন আগে উত্তর ২৪ পরগনার বিরাটি এলাকা থেকে গ্রেফতার করা হয় আজাদকে। মঙ্গলবার তাকে আদালতে পেশ করে ইডি। এজলাসে ইডি-র আইনজীবী ভাস্করপ্রসাদ বন্দ্যোপাধ্যায় জানান, আজাদ গত ১২-১৩ বছর আগে পাকিস্তান থেকে বাংলাদেশ হয়ে ভারতে প্রবেশ করে। তারপর একাধিক নাম ও পরিচয় বদলে এখানে গা-ঢাকা দিয়ে থাকছিল।

তদন্তকারীরা জানিয়েছেন, আজাদ অত্যন্ত দক্ষভাবে বাংলা ভাষা রপ্ত করেছিল। যাতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সঙ্গে মিশে যেতে পারে। তার বাড়ি থেকেই একাধিক নকল পরিচয়পত্র, মোবাইল সিম ও অন্যান্য নথি উদ্ধার হয়েছে। সন্দেহ করা হচ্ছে, আজাদ একা ছিল না—তার সঙ্গে আরও অনেকে এই চক্রে জড়িত।

তদন্তে উঠে এসেছে, আজাদ এক মহিলার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে ছিল। ওই মহিলাকে বিয়ে করতে চেয়েছিল সে। তবে গ্রেফতারির পর সেই মহিলার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তদন্তকারীরা এখন তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছেন।

আজাদ ইতিমধ্যেই ভারতীয় ড্রাইভিং লাইসেন্স ও ভিসার জন্য আবেদন করেছিল বলেও জানা গেছে। গোয়েন্দা সংস্থার ধারণা, আরও অনেক বাংলাদেশি পাসপোর্ট বানানোর পরিকল্পনা ছিল তার। ঘটনার পর প্রশাসনিক মহলে রীতিমতো উদ্বেগ ছড়িয়েছে। কীভাবে এত বছর ধরে একজন পাকিস্তানি নাগরিক নাম ও পরিচয় বদলে কলকাতায় থাকছিল, পাসপোর্ট বানানোর মতো স্পর্শকাতর কাজ চালিয়ে যাচ্ছিল—তা নিয়ে উঠেছে প্রশ্ন। ইডি-সহ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি এখন পুরো চক্রটির শিকড় খুঁজে বের করতে তৎপর।

আরও পড়ুন – সাতদিনেও পদক্ষেপ শূন্য! প্রধানমন্ত্রীর বাসভবনে জরুরি প্রতিরক্ষা বৈঠক

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_