Saturday, January 10, 2026

সাফল্যের কৃতিত্ব বাবা-মাকে দিচ্ছে বৈভব সূর্যবংশী

Date:

Share post:

আইপিএলের মঞ্চে ইতিহাস তৈরি করেছে ১৪ বর্ষীয় বৈভব সূর্যবংশী(Vaibhav Suryavanshi)। গুজরাট টাইন্সের(GT) বিরুদ্ধে উঠেছিল বৈভব(Vaibhav Suryavanshi) ঝড়। আর তাতেই বড় রান করেও রক্ষা পাননি শুভমন গিলরা। এমন একটা ইনিংস খেলার পরই বৈভবের মুখে তাঁর বাবা-মায়ের নাম। আইপিএলের(IPL) এই সমস্ত কৃতিত্ব বাবা, মাকেই দিচ্ছেন রাজস্থান রয়্যালসের(RR) নতুন সেনসেশন। এক ম্যাচেই গড়েছেন একের পর এক রেকর্ড। তাঁর বাব মায়ের অক্লান্ত পরিশ্রমের কারণেই যে এই জায়গায় আজ তিনি পৌঁছতে পেরেছেন তা মানতে কোনও দ্বিধা নেই বৈভব সূর্যবংশীর।

গত সোমবারের পর থেকে আইপিএলের নতুন সেনসেশনের নাম বৈভব সূর্যবংশী(Vaibhav Suryavanshi)। এক ম্যাচেই গড়েছেন একাধিক রেকর্ড। টি টোয়েন্টি ফর্ম্যাটে কনিষ্ঠতম ক্রিকেটার হিসাবে সেঞ্চুরি করে ইতিহাস তৈরি করেছেন তিনি। সেইসঙ্গেই আইপিএলের(IPL) মঞ্চে গড়েছেন একাধিক রেকর্ড। এবারের আইপিএলে দ্রুততম সেঞ্চুরি ও অর্ধশতরানও করেছেন এই তরুণ ক্রিকেটার। ম্যাচ শেষেই বৈভবের মুখে উঠে আসছে বাবা-মায়ের কথা। তাঁর মা বাবার পরিশ্রমের দাম দিতে পেরে খুশি বৈভব সূর্যবংশী।

এই প্রসঙ্গে বৈভব সূর্যবংশী জানিয়েছেন, “আজকে আমি যে জায়গাতে পৌঁছে তার সব কৃতিত্বই আমার বাবা-মায়ের। আমাকে প্রস্তুতির জন্য পাঠাতে রাত্রি দুটোর সময় ওঠে আমার মা। আমাকে সাহায্যের পাশাপাশি বাড়ির সমস্ত কাজও করেন। আবারক ঘুমোতে যান রাত্রি ১১ টার সময়। মাত্র তিন ঘন্টা ঘুমোতে পারেন মা। শুধুমাত্র মা নয়, বাবাও উঠে পড়েন সেই সময়ই”।

বৈভব আরও জানিয়েছেন, “এমনকি আমার বাবা তাঁর কাজও ছেড়ে দিয়েছিলেন। পরিবারের পাশে দাঁড়াতে সেই কাজটা নিয়েছিল আমার দাদা। আমার জন্যই বাবা তাঁর সমস্ত সময়টা দিয়ে দিয়েছেন। তিনি বিশ্বাস করেন যে কঠোর পরিশ্রমের দাম এক সময় না একসময় পাওয়া যাবেই। তাদের এই কঠোর পরিশ্রমের জন্যই আমি এই সাফল্য পেয়েছি”।

বৈভব সূর্যবংশী তাঁর লক্ষ্য ইতিমধ্যেই তৈরি করে ফেলেছেন। আইপিএলে যে পারফর্ম্যান্স তিনি দেখিয়েছেন, এবার শুধুই ভারতীয় দলের জার্সিতে মাঠে নামতে চান এই কিশোর ক্রিকেটার।

spot_img

Related articles

ইরানে ইন্টারনেট থেকে ল্যান্ডলাইন বন্ধ করেও আন্দোলন থামেনি: ইঙ্গিত, ফিরছেন পাহলভি

ইরানে খামেনেই প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত। দেশের আর্থিক সংকট, মূল্যবৃদ্ধি ও পর্যাপ্ত সরকারি পরিষেবা না মেলার প্রতিবাদে পথে...

ভারতকে চাপে ফেলতে গিয়ে বেসামাল বাংলাদেশ, বোর্ডের বিরুদ্ধে সরব ক্রিকেটাররা

বিশ্বকাপ শুরু হতে একমাসও বাকি নেই। ভারতকে চাপে ফেলতে গিয়ে বাংলাদেশ ক্রিকেটেই(Bangladesh Cricket) গৃহযুদ্ধ।  বাংলাদেশের ক্রিকেটাররা এখনও জানেন...

আজ সোনা রুপোর দাম কত, জেনে নিন এক ঝলকে

১০ জানুয়ারি (শনিবার) ২০২৬ ১ গ্রাম ১০ গ্রাম পাকা সোনার বাট ১৩৭৬০ ₹ ১৩৭৬০০ ₹ খুচরো পাকা সোনা ১৩৮২৫...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

১০ জানুয়ারি (শনিবার), ২০২৬ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...