Sunday, November 9, 2025

কলকাতায় অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস অভিষেকের

Date:

বড়বাজারে অগ্নিকাণ্ডের (Kolkata Fire incident) ঘটনায় এক্স হ্যান্ডেলে শোক প্রকাশ করে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার বার্তা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন সকালে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়ার পাশাপাশি মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন। এবার পোস্ট করলেন অভিষেক। ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ লেখেন, “মৃতদের পরিবারের প্রতি সমবেদনা। আহতদের সুস্থতা কামনা করি। সরকারও বিভিন্ন সংস্থার তরফে ক্ষতিগ্রস্তদের সব রকমের সাহায্যে চেষ্টা করা হচ্ছে আমরা পাশে আছি।”

মঙ্গলবার সন্ধ্যায় মেছুয়া বাজারের ফলপট্টির একটি হোটেলে আগুন লাগার খবর পাওয়া মাত্রই সেখানে পৌঁছে যায় দমকলের দশটি ইঞ্জিন। জানা যায় হোটেলের ৪২ টি ঘরে ৮৮ জন বোর্ডার ছিলেন। ধোঁয়ার জেরে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয়েছে ১৩ জনের। যার মধ্যে দুই নাবালক এবং মহিলা রয়েছেন। প্রায় আট ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।হাইড্রোলিক ল্যাডার দিয়ে ২৫ জনকে উদ্ধার করা হয়। আতঙ্কে কার্নিশ থেকে ঝাঁপ দিয়ে নামার চেষ্টা করতে গিয়ে মৃত্যু হয় একজনের। মঙ্গলবার রাত থেকেই পরিস্থিতির দিকে নজর রাখছেন বাংলার মুখ্যমন্ত্রী। দাহ্য পদার্থ মজুদ থাকায় আগুনের ভয়াবহতা বলে প্রাথমিক অনুমান। বুধবার সকালে দিঘা থেকে দমকল মন্ত্রী সুজিত বসু (Sujit Bose) জানান, হোটেলে কিছু বেআইনি কাজকর্ম হচ্ছিল বলে খবর মিলেছে, তদন্ত চলছে। বড়বাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের পরিবার পিছু দু লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।

 

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version