অক্ষয় তৃতীয়ার সকাল থেকে রামকৃষ্ণ-সারদা ভক্তদের গন্তব্য বাঁকুড়ার জয়রামবাটি (Jayrambati) । আজ মাতৃমন্দিরের (Matri Mandir)১০৩-তম প্রতিষ্ঠা দিবস। সকাল থেকেই ভক্তদের ঢল চোখে পড়ার মতো। শ্রী শ্রী মায়ের বিশেষ পুজোর পাশাপাশি নানা সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। অন্যান্য দিনের মতো উৎসবের এই দিনেও সকাল ১১টা থেকে ভক্তদের জন্য প্রসাদ বিতরণ করা হয়। ভক্তিমূলক অনুষ্ঠানের পাশাপাশি পুজো দিতেও ভিড় জমেছে জয়রামবাটি মাতৃমন্দিরে।

১৯২৩ সালে ১৯ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন সারদা দেবীর (Sri Sri Sarada Devi) পবিত্র জন্মস্থানকে ঘিরে গড়ে ওঠে মাতৃমন্দির। রামকৃষ্ণ মঠ মিশনের (Ramakrishna Math) উদ্যোগে তৈরি হওয়া এই মন্দির ঠাকুর -মা-স্বামীজি ভক্তদের কাছে অন্যতম প্রিয় তীর্থক্ষেত্র। ১৮৫৩ সালে জয়রামবাটি গ্রামেই জন্মগ্রহণ করেন সারদাদেবী। দেবী শ্যামাসুন্দরীর গর্ভে জন্ম নেওয়া এই ঐশ্বরিক কন্যার ছোটবেলাতেই রামকৃষ্ণদেবের সঙ্গে বিয়ে হয়ে গেলেও জীবনের অনেকটা সময় এই গ্রামেই কাটিয়েছেন শ্রীমা। ১৯২০ সালে তাঁর প্রয়াণের পর জয়রামবাটির এই বাড়ি অক্ষত রেখেছিল রামকৃষ্ণ মিশন (Ramakrishna mission)। বুধবার সকাল থেকে বেদপাঠ ও স্তব গানের আয়োজন করা হয়েছিল। সারাদিন ধরে নানা ভক্তিমূলক অনুষ্ঠানের পর সন্ধ্যায় আরতি শেষে যাত্রাপালা পরিবেশিত হবে বলে জানা গেছে।

–

–

–

–

–

–

–

–

–

–

–
