Monday, November 10, 2025

সিপিএম দলতন্ত্রের কাপালিক! আনন্দমার্গী গণহত্যা স্মরণ করিয়ে ‘We Want Justice’ খোঁচা কুণালের

Date:

বিজন সেতুতে ১৭ জন আনন্দমার্গী সন্ন্যাসী-সন্ন্যাসিনীকে পরিকল্পিতভাবে জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়েছিল। সেদিন ইস্তফা দূরের কথা তৎকালীন মুখ্যমন্ত্রী ঘটনাস্থলেও যাননি। নিহতেরাও ন্যায়বিচার পাননি। এখন সিপিএমের আজকের কমরেডরা অতীত ভুলে ‘উই ওয়ান্ট জাস্টিসে’র নাটক করছেন। বুধবার আনন্দমার্গী গণহত্যার ৪৩তম বছরে আরও একবার গণহত্যাকারী সিপিএমকে সেদিনের কথা মনে করিয়ে দিল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) সিপিএমকে একহাত নিয়ে প্রশ্ন ছোঁড়েন, এই সিপিএম আজ উই ওয়ান্ট জাস্টিসের নাটক করে কী করে? এই CPIM একটা গণহত্যাকারী, নারীঘাতী, দলতন্ত্রের কাপালিক।

সোশ্যাল মিডিয়ায় কুণাল (Kunal Ghosh) লেখেন, আজ ৩০ এপ্রিল। বিজন সেতুতে ১৭ জন আনন্দমার্গী সন্ন্যাসী ও সন্ন্যাসীনিকে পিটিয়ে, জীবন্ত পুড়িয়ে হত্যার ৪৩ বছর। সেদিন নির্মমভাবে দুই সন্ন্যাসিনী-সহ ১৭ জন সন্ন্যাসীকে হত্যা করা হয়েছিল। সেদিনের সেই নির্মম গণহত্যার পরও তৎকালীন মুখ্যমন্ত্রী ইস্তফা দেননি। ইস্তফা তো দূরের কথা, সেদিন তৎকালীন মুখ্যমন্ত্রী ঘটনাস্থলেও যাননি। আজও নিহতেরা ন্যায়বিচার পাননি। তার কারণ গণহত্যার পথ সমস্ত প্রমাণ লোপাট করা হয়েছিল।

অভিযোগ, সবকিছু পরিকল্পিতভাবে করেছিল সিপিএম। প্রাথমিক এফআইআর সেকথা বলছে। কিন্তু সরকারি মদতে সব ধামাচাপা এবং লোপাট করে দেওয়া হয়। কুণালের কথায়, তখন কম্পিউটার ছিল না। হাতে লেখা ফাইল। সেগুলি লোপাট করে দেওয়া হয়েছিল। প্রশাসনের মধ্যে যাঁরা সমর্থন করেননি, ক্ষোভ জানিয়েছিলেন, সেই আধিকারিকদেরও ছাড়েনি সিপিএম। দক্ষিণ ২৪ পরগনার তৎকালীন অতিরিক্ত জেলাশাসক শের সিং, তিলজলা থানার ওসি গঙ্গাধর ভট্টাচার্যকে কোণঠাসা করা হয়েছিল। গঙ্গাধরবাবুকে ওই ষড়যন্ত্রী মহল মুখ বন্ধ করাতে পরে খুন করে দেয়। এই সিপিএমের আজকের কমরেডরা অতীত ভুলে আবার উই ওয়ান্ট জাস্টিসের নাটক করেন। বিজন সেতুতে সন্ন্যাসীদের গণহত্যার কথা সকলকে মনে করিয়ে দিয়ে সিপিএমকে গণহত্যাকারী, নারীঘাতী, দলতন্ত্রের কাপালিক বলে তকমাও দেগে দেন তিনি।

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version