Tuesday, November 4, 2025

মেছুয়া বাজারের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

Date:

কলকাতার বড়বাজার এলাকার বেসরকারি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় এবার তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। ঋতুরাজ হোটেলে আগুন লাগার খবর পাওয়া মাত্রই পরিস্থিতির দিকে নজর রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দিঘা থেকে অনবরত ফোনে যোগাযোগ রেখেছেন মেয়র এবং পুলিশ কমিশনারের সঙ্গে। ইতিমধ্যে ১৪ জনের মৃত্যুর খবর মিলেছে, যাঁদের মধ্যে দুই নাবালক এবং মহিলাও রয়েছেন। এবার এই ঘটনায় কলকাতা পুলিশ (Kolkata Police) ও পুরসভাকে (KMC) তদন্তের নির্দেশ দিলেন বাংলার মুখ্যমন্ত্রী। অগ্নিকাণ্ডের ঘটনায় শোকপ্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন মমতা।

সৈকত নগরী দিঘায় জগন্নাথ ধাম (Jagannath Dham, Digha) উদ্বোধনের জন্য সোমবার থেকেই সেখানে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সন্ধ্যায় আচমকা অগ্নিকাণ্ডের খবর মিলতেই উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী তড়িঘড়ি মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে যোগাযোগ করেন। তাঁর নির্দেশ মতোই বুধবার ভোররাত তিনটে পর্যন্ত রাজ্যের দুই মন্ত্রী এবং পুলিশ কমিশনার ঘটনাস্থলে ছিলেন বলে জানা যায়। প্রত্যেকটা মুহূর্তের আপডেট নিচ্ছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। এদিন সকালে এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘বড়বাজার এলাকার একটি বেসরকারি হোটেলে (ঋতুরাজ) অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য আমি সমব্যথী। আমি সারা রাত ধরে উদ্ধার ও অগ্নিনির্বাপণ অভিযান পর্যবেক্ষণ করেছি এবং এলাকায় সর্বাধিক দমকল বাহিনীকে মোতায়েন করেছি। ভেতরে দাহ্য পদার্থ মজুত থাকার কারণে শেষ পর্যন্ত মোট ১৪ জন মারা গেছেন।তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।’ সবশেষে মৃত আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।

কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা (Manoj Verma) জানিয়েছেন ইতিমধ্যেই এই ঘটনায় সিট (SIT) গঠন করা হয়েছে এবং আজ ঘটনাস্থলে যাচ্ছে ফরেনসিক দল। মেয়র জানিয়েছেন, কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখা হবে। স্থানীয়রা অনেকেই বেআইনি নির্মাণের অভিযোগ করেছেন। পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন। সরকারি সূত্রে ১৪ জনের মৃত্যুর খবর মিললেও অসমর্থিত সূত্রের খবর বুধের সকালের আরও একজনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত আটজনের দেহ শনাক্ত করা গেছে। ১৩ জন আহতের মধ্যে ১২ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। একজন ভর্তি রয়েছেন। দমকলের দশটি ইঞ্জিনের রুদ্ধশ্বাস অভিযানে আগুন সম্পূর্ণভাবে নেভানো সম্ভব হয়েছে বলে খবর।

 

Related articles

পালানোর চেষ্টায় অভিযুক্তদের পায়ে গুলি! কোয়েম্বাটুরে কলেজ ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ৩

কোয়েম্বাটুর(Coimbatore) বিমানবন্দরের কাছে এক কলেজ ছাত্রীকে গণধর্ষণ(Gang Rape) করার অভিযোগের ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিন জনকে।  গ্রেফতর প্রক্রিয়া...

অনুষ্ঠানে যাওয়ার পথেই হরিয়ানায় নৃশংসভাবে খুন প্রাক্তন ক্রিকেটার ও কোচ

হরিয়ানার প্রকাশ্য রাস্তায় নৃশংস ভাবে প্রাক্তন ক্রিকেটার ও কোচ(Haryana cricket coach )রামকরণকে (Ramkaran) গুলি করে খুনের অভিযোগ উঠেছে...

হালকা কুয়াশার সঙ্গে নামছে পারদ, দক্ষিণবঙ্গে শীতের আগমনী বার্তা, রইল আবহাওয়ার আপডেট

পুজোর মরশুম শেষের শীতের(Winter)  আগমনী বার্তা বাংলা জুড়ে। নভেম্বরের শুরু থেকেই হালকা শীত পড়তে শুরু করেছে। সকাল  এবং...

ভয়ঙ্কর! হাত-পা ভেঙে বালি-আঠা দিয়ে নাক বন্ধ করে যোগীরাজ্যে নাবালিকা ধর্ষণ-খুন

বিজেপি(BJP) শাসিত ধর্ষকদের কার্যত স্বর্গরাজ্যে পরিণত হয়েছে উত্তরপ্রদেশ(Uttarpradesh)! শিঁকেয় উঠেছে যোগীরাজ্যে নারী সুরক্ষা। উত্তরপ্রদেশের বাহরাইচে দিন দুয়েক আগে...
Exit mobile version