Friday, August 22, 2025

ধীরজ সিংয়ের(Dheeraj Singh) ভুলেই সমস্ত আশা শেষ। সুপরা কাপের(Suer Cup) সেমিফাইনালেই আটকে গেল মোহনবাগান সুপারজায়ান্ট(mbsg)। এফসি গোয়ার বিরুদ্ধে পিছিয়ে থেকেও লড়াইয়ে ফিরলেও একটা পেনাল্টিই যেন সমস্ত হিসাব বদলেদিল এদিন। এফসি গোয়ার(FC Goa) কাছে ১-৩ গোলে হেরে গেল সবুজ-মেরুন ব্রিগেড। সেমিফাইনালে পৌঁছনোর পর থেকেই মোহনবাগান(MBSG) সমর্থকরা ত্রিমুকুটের স্বপ্ন দেখতে শুরু করেছিল। কিন্তু ওড়িশায় সেই স্বপ্ন আর পূরণ হল না মোহনবাগানের। মানোলো মার্কুয়েজের গোয়ার কাছেই আটকে গেল মোহনবাগান।

গোয়ার বিরুদ্ধেও দলে খুব একটা পরিবর্তন আনেননি বাস্তব রায়(Bastab Roy)। শুরু থেকেই বেশ আক্রমমাত্মক মেজাজেই ছিলেন সুহেল(Suhail), সালাউদ্দিনরা। বেশ কয়েকবার সুযোগও তৈরি করে ফেলেছিল। তবে তা কাজে লাগেনি। বরং ম্যাচের বয়স যখন ২০ মিনিট সেই সময় ব্রাইসনের দুরন্ত গোলে এগিয়ে যায় গোয়া। যদিও সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। আশিক কুরুনিয়ানের পাস থেকে সুহেলের গোল। তিন মিমিনিটের মধ্যেই সমতায় ফেরে সবুজ-মেরুন ব্রিগেড।

প্রথমার্ধ সেষ হয় ১-১ গোলেই। বিরতির পরও শুরু দিকে মোহনবাগানই(mbsg) চাপ তৈরি করা আরম্ভ করেছিল। সেখানেই ধীরজ সিংয়ের সবচেয়ে বড় ভুলটা। প্রতিপক্ষ ফুটবলারকে বক্সে কড়া ট্যাকল। রেফারির পেনাল্টির সিদ্ধান্ত। জালে বল জড়াতে একেবারেই ভুল করেননি ইকের। এগিয়ে যায় এফসি গোয়া।

সাত মিনিটের মধ্যে ফের গোল গোয়ার। এবার কর্ণার থেকে সরাসরি জালে বল জড়িয়ে দেন বোরহা। এবারও বল অ্যাসেস করতে চূড়ান্ত ব্যর্থ  ধীরজ সিং। পিছিয়ে থেকেও সুহেল যে লড়াইয়ে মোহনবাগানকে ফিরিয়েছিল, সেটাই ধীরজের ভুলে সব শেষ। শূন্য হাতেই ওড়িশা থেকে ফিরতে হচ্ছে মোহনবাগান সুপারজায়ান্টকে।

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version