অবশেষে ঐতিহাসিক মুহূর্ত। অক্ষয় তৃতীয়ার মাহেন্দ্রক্ষণে ৩টে ১২ মিনিটে দিঘার জগন্নাথ মন্দিরের (Digha Jagannath Temple) দ্বারোদঘাটন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বললেন, আগামী হাজার হাজার বছর ধরে তীর্থস্থান এবং পর্যটনস্থল হিসাবে উন্মাদনার প্লাবন তৈরি করবে। মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, মন্দিরের ছবি এবং প্রসাদ যাবে বাংলার ঘরে ঘরে।

এদিন মন্দির উদ্বোধনের আগে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, দুপুর ৩টে ৫ থেকে ৩টে ১৪ মিনিট পর্যন্ত শুভ সময়। তার মধ্যেই মন্দির উদ্বোধন হবে। বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠআনের পরে সেই সময়ের মধ্যেই দ্বারোদঘাটন হয়। ভিতরে প্রবেশ করেন মুখ্যমন্ত্রী-সহ বিশিষ্টরা। আরতি করেন মমতা। সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে জগন্নাথ মন্দিরের দ্বার।

মন্দিরের দ্বারোদঘাটনের (Digha Jagannath Temple) আগে যাঁরা মন্দির নির্মাণ করেছেন সেই সব স্থপতি ও শ্রমিকদের প্রতিও কৃতজ্ঞতা জানান মুখ্যমন্ত্রী। বলেন, “আমি মনে করি, এই মন্দির আগামী হাজার হাজার বছর ধরে তীর্থস্থান এবং পর্যটনস্থল হিসাবে উন্মাদনার প্লাবন তৈরি করবে। এই মন্দির সকলের জন্য। তাই রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়, সবারে করি আহ্বান।“ পাশাপাশি, মমতা ঘোষণা করেন, সারা বাংলার প্রতিটি ঘরে এই মন্দিরের প্রসাদ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। দেশেরও বিশিষ্টদের কাছেও যাবে প্রসাদ।

–

–

–

–

–

–

–

–

–
