Saturday, November 8, 2025

জগন্নাথ ধাম উদ্বোধন নিয়েও সিপিআইএম-এর মিথ্যাচার! কড়া জবাব কুণালের

Date:

দিঘায় প্রভু জগন্নাথধামের উদ্বোধনকে কেন্দ্র করে সিপিএম মিথ্যাচার ও কুৎসার রাজনীতি শুরু করল। সিপিআইএমের (CPIM) মুখপত্র গণশক্তিতে অপপ্রচারের বিরুদ্ধে গর্জে উঠল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ বলেন, সিপিআইএম দিঘায় জগন্নাথধাম (Digha Jagannath Temple) উদ্বোধনকে কেন্দ্র করে জঘন্য রাজনীতি করছে। আসলে ওরা সহ্য করতে পারছে না। সিপিআইএম বিষ প্রচার করছে। মিথ্যা প্রচার করছে।

সিপিএমের মিথ্যা প্রচার এক, দিঘায় নাকি মুসলমানদের রাস্তায় বের হতে দেওয়া হচ্ছে না। নতুন এক কুৎসা। মুসলমানরা নাকি রাস্তাঘাটে নেই। সিপিএমের (CPIM) মিথ্যা প্রচার দুই, জোর করে নিরামিষ (vegeterian) চাপিয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ আমিষ (non-vegeterian) নিষিদ্ধ। এই দুই অপপ্রচার নিয়ে তৃণমূলের স্পষ্ট জবাব, মুসলমান কেন, কোনও ধর্মের উপর কোনওরকম নিষেধাজ্ঞা দিঘাতে নেই। দিঘায় মুসলিম পর্যটক যাঁরা এসেছেন, তাঁরা ঘুরছেন। কুণাল বলেন, এই তো খেজুরির যুব নেতা জালাল সদলবলে রাস্তায়। আমরা একসাথে চা খেলাম। এখানে কোথাও কোনও নিষেধাজ্ঞা নেই। দিঘা শহরে সমুদ্রের ধারে হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবাই সমানভাবে আছেন। মন্দিরের সামনে উল্টোদিকে ঝাউবনের ধার ধরে যে ফুটপাত ওইখানে কিছু মুসলিম মহিলা হাত নাড়ছেন। ফলে এই কুৎসিত প্রচার কেন সিপিএম করছে?

দুই, প্রভু জগন্নাথদেব আজ জগন্নাথধামে (Digha Jagannath temple) পদার্পণ করছেন। কিছু হোটেল এবং কোনও কোনও সংগঠন আবেদন রেখেছেন, প্রভু জগন্নাথদেব আসছেন। যদি আজকের দিনটা নিরামিষ রাখা যায়। কিন্তু এখানে মনে রাখা দরকার এটা একটা আবেদন। যাঁরা আমিষ খেতে চান, তাঁদের উপর জোর করে কোনও জিনিস চাপিয়ে দেওয়া হচ্ছে না। আমি নিজে ব্রেকফাস্ট করেছি আমিষ। দিঘায় বসে আমি এবং আমার মতো বহু লোক আমিষ খেয়েছেন। অনেকে নিরামিষ খাচ্ছেন। হোটেল অ্যাসোসিয়েশন বা কোনও সংগঠন যদি একটা আবেদন করে থাকেন, তাঁরা তো জোর করে চাপিয়ে দিচ্ছেন না, কারও খাবার বন্ধ করে দিচ্ছেন না। সিপিএম ও গণশক্তি ডাহা মিথ্যা প্রচার চালাচ্ছে, মিথ্যা কথা বলছে। কেউ এই প্রচারে কান দেবেন না। কটাক্ষের সুরে কুণাল আরও বলেন, এই সিপিএম এমনি এমনি যায়নি। এ ধরনের অপপ্রচার, কুৎসা, অপকীর্তি করি সিপিএম শেষ। এখন গায়ের জ্বালায় জ্বলছে, বিষ ছড়াচ্ছে।

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version