Tuesday, August 26, 2025

বেনজির ঘটনা হাইকোর্টে! সমস্ত জনস্বার্থ ও পুলিশ আপিল মামলা ছেড়ে দিলেন প্রধান বিচারপতি

Date:

জনস্বার্থ মামলার শুনানি থেকে সম্পূর্ণভাবে সরে দাঁড়ালেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। হাইকোর্টের তরফে প্রকাশিত এক প্রশাসনিক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২১ সালের পর থেকে দায়ের হওয়া কোনও জনস্বার্থ মামলা আর তাঁর বেঞ্চে উঠবে না। একইসঙ্গে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ নিয়ে দায়ের হওয়া আপিল মামলাও আর শুনবেন না তিনি। এই সিদ্ধান্তে কলকাতা হাইকোর্টে শুরু হয়েছে তীব্র জল্পনা ও চর্চা।

প্রথা অনুযায়ী, এতদিন জনস্বার্থ মামলার শুনানি সাধারণত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চেই হয়ে এসেছে। সেই নিয়মের ব্যতিক্রম ঘটিয়ে এবার থেকে সেইসব মামলা পাঠানো হচ্ছে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে। হাইকোর্টের মতে, এটি একান্তই একটি প্রশাসনিক সিদ্ধান্ত এবং ‘মাস্টার অফ রোস্টার’ হিসেবে প্রধান বিচারপতি এই সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ অধিকার রাখেন।
বিবিএলএলআইনজীবীদের একাংশ মনে করছেন, এমন পদক্ষেপ নজিরবিহীন। হাইকোর্টে প্রধান বিচারপতির উপস্থিতি থাকা সত্ত্বেও তিনি স্বতঃস্ফূর্তভাবে নিজেই এই ধরনের গুরুত্বপূর্ণ মামলা শুনানির দায়িত্ব থেকে সরে দাঁড়ানোয় প্রশ্ন উঠছে বিচারব্যবস্থার স্বচ্ছতা ও ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে।

বিশেষ করে কাঁথি সনাতনী সম্মেলনের অনুমতি সংক্রান্ত মামলার পর এই সিদ্ধান্তে বিশেষ তাৎপর্য খুঁজছেন অনেকেই। উল্লেখ্য, ওই মামলায় রাজ্য সরকার সিঙ্গল বেঞ্চের আদেশের বিরুদ্ধে তড়িঘড়ি ডিভিশন বেঞ্চ গঠনের আর্জি জানালেও, তা রাতের কারণে সম্ভব হয়নি। পরদিন শুনানির পরও সিঙ্গল বেঞ্চের আদেশ বহাল থাকে। এরপরই প্রধান বিচারপতির এই নাটকীয় সিদ্ধান্ত, হাইকোর্টের অন্দরে ও আইন মহলে সৃষ্টি করেছে আলোড়ন। এই পদক্ষেপ ভবিষ্যতে হাইকোর্টের মামলার রোস্টার এবং বিচারপ্রক্রিয়ার গতি ও ভারসাম্যে কী প্রভাব ফেলবে, তা নিয়ে শুরু হয়েছে বিস্তর আলোচনা।

আরও পড়ুন – মুখ খুলতেই দিলীপর গাড়িতে বিজেপি-র বিরোধী লবির হামলা, পরিস্থিতি সামাল রিঙ্কুর

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...
Exit mobile version