Monday, November 3, 2025

শুভেন্দুর সনাতনী সভায় লোক নেই, শুধুই আর্তনাদ! ২৫ হাজার স্টকের খোঁচা কুণাল-দেবাংশুর

Date:

Share post:

দিঘার পুণ্যভূমি জগন্নাথধামের দ্বারোদ্ঘাটনের দিন পাল্টা সনাতনী সভার ডাক দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেই সনাতনী সভায় লোক নেই। তা দেখেই আর্তনাদ শুরু তথাকথিত সনাতনীদের। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও পোস্ট করে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের কটাক্ষ, সভায় লোক আসছে না, আরেকটু হলেই কেঁদে ফেলবে গো! আবার তৃণমূলের আইটি সেলের চেয়ারম্যান দেবাংশু ভট্টাচার্য সোশ্যাল মিডিয়ায় ২৫ হাজার স্টকের খোঁচা দিয়ে লেখেন, প্রভুর সাথে কি আর ইগোর লড়াই চলে রে পাগলা? বলে কি না, পালাবেন না… আরও ২৫ হাজার স্টকে আছে! হাসব না কাঁদব!

কাঁথিতে সনাতনীদের সম্মেলন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উদ্যোগে আয়োজন হয়েছে। সেই সম্মেলন ব্যর্থ। লোক প্রায় নেই। যাঁরা এসেছেন তাঁরাও চলে যাচ্ছেন। সেই অনুষ্ঠানের বক্তব্যের একটি অংশ তুলে ধরে দেবাংশু লেখেন, জগন্নাথ মন্দিরের বিরোধিতা করতে গিয়ে একই দিনে সনাতনী সম্মেলন ডেকেছিলেন শুভেন্দু অধিকারী! সেই সম্মেলনের অবস্থা দেখুন। লোক চলে যাচ্ছে দেখে সনাতনী সভা থেকে কার্তিক মহারাজের হুঙ্কার, সামনে দাঁড়ান। কিছু সময় পরে প্রসাদ বিতরণ শুরু করব। আমরা প্রসাদের ব্যবস্থা যথেষ্ট রেখেছি। প্রচুর রান্না করা হয়েছে। ২৫ হাজার মানুষের রান্না। আরও ২৫ হাজার স্টক আছে। বার বার বলা হচ্ছে এখান থেকে ঘোষণা করব তারপর প্রসাদ নিতে যাবেন। আমরা সব জায়গায় দেখেছি আমাদের এই সনাতন হিন্দু ধর্মের মানুষ মন্দিরে গেলে মন্দিরে যাওয়ার নাম নেই প্রসাদ খেতে বসে গেলেন। মুসলিমদের থেকে শিক্ষা নিন। তাঁরা একমাস রোজা রাখেন। একটু জলও খায় না। আর আমাদের এত বড় আয়োজন। আমরা আগে সবাই চলে যাচ্ছি প্রসাদ খাওয়ার জন্য। প্রসাদ কি আমরা পাই না। লজ্জা লাগছে, বাঙালি হিন্দু হিসাবে পরিচয় দিতে। আজকে একটু দাঁড়ান। হাজারে হাজারে লাইন দিয়ে চলে যাচ্ছেন একবার মঞ্চে এলেন না, যজ্ঞ সভায় এলেন না, সাধু দর্শনে এলেন না। তারপর অপর একজনকে মাইকে বলতে শোনা যায়, আমার বিনম্র অনুরোধ আমরা সবাই প্রসাদ পাব। আগে মনটা ভরে যাক তারপর পেটটা ভরবে। তাঁদের এই বচন শুনে স্পষ্ট যে, অনুষ্ঠানের তুলনায় প্রসাদ খাওয়ার দিকে বেশি আগ্রহ। এনিয়ে খোঁচা তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ ও দেবাংশু ভট্টাচার্যের। এই ভিডিওই প্রমাণ কাঁথির রেল ময়দানে সনাতনীদের সম্মেলন কার্যত ব্যর্থ। শুভেন্দু অধিকারী, কার্তিক মহারাজরা সুপার ফ্লপ। প্রসাদ খেয়েই সবাই পগার পার।

spot_img

Related articles

সোম-দুপুরেই শাসকদলে ফিরছেন শোভন-বৈশাখী! নজর তৃণমূল ভবনের সাংবাদিক বৈঠকে

ছাব্বিশের নির্বাচনের দামামা বাজতে না বাজতেই একর পর এক চমক। নিউটাউন কলকাতা উন্নয়ন পর্ষদ (NKDA)-এর চেয়ারম্যান পদে নিয়োগের...

উৎসবের মধুর সমাপ্তি: ঘোষণা শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের সৌভাগ্যবান বিজয়ীদের নাম

শ্যাম সুন্দর কোং জুয়েলার্স উৎসবের মরসুমের সমাপ্তি উপলক্ষ্যে অয়োজন করে মেগা লাকি ড্র। ‘শারদীয়া স্বর্ণ সম্ভার ২০২৫’ ও...

তালিকায় নাম নেই! এসআইআর আতঙ্কে’ ডানকুনিতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু বৃদ্ধার

এসআইআর(SIR) আতঙ্কে ফের মৃত্যু রাজ্যে। আগরপাড়া, ইলামবাজার, বারাকপুর, পূর্ব বর্ধমানের পর এবার হুগলির ডানকুনিতে আত্মঘাতী হলেন এক মহিলা।...

ভুয়ো পাসপোর্ট কাণ্ডে ফের নদিয়াতে ইডি হানা

ভুয়ো পাসপোর্ট কাণ্ডে ফের সক্রিয় ইডি (Enforcement Directorate)! সোমবার সকালে নদিয়ার চাকদহের পড়ারি গ্রামে হানা দেন তদন্তকারীরা। জিজ্ঞাসাবাদের...