মাধ্যমিকে জেলার সেরা থৈবি, তবুও শোকস্তব্ধ পরিবার

Date:

Share post:

৬৭৪ পেয়ে মাধ্যমিকে স্কুল টপার (school topper) থৈবি, কিন্তু পরিবার শোকস্তব্ধ। কারণ ফলাফল জানার জন্য বেঁচে নেই আসানসোলের (Asansol) উমারানি গড়াই বালিকা বিদ্যালয়ের ছাত্রী থৈবি মুখোপাধ্যায়। শুক্রবার ফল প্রকাশ হয়েছে মাধ্যমিকের। তার পর থেকেই চোখের জল থামছে না থৈবির আত্মীয়-পরিজনের। গত ১৬ এপ্রিল জন্ডিসে (jaundice) আক্রান্ত মৃত্যু হয় থৈবির। ছোট থেকেই মেধাবী ছাত্রী হিসেবে পরিচিত ছিল থৈবি। বরাবর লেখাপড়ার প্রতি তার ঝোঁক ছিল।

পরিবার সূত্রে খবর, মাধ্যমিক পরীক্ষা (Madhyamik exam) চলাকালীনই অসুস্থ হয়ে পড়ে থৈবি। সঙ্গে সঙ্গে চিকিৎসার জন্য হায়দরাবাদ, ভেলোর সর্বত্র নিয়ে যাওয়া হয়। থৈবির বাবা বিবেকানন্দ মুখোপাধ্যায় পেশায় হোমিওপ্যাথি ডাক্তার। মা পিউ মুখোপাধ্যায় গৃহবধূ। লিভার ট্রান্সফার (liver transplant) করার জন্য ১ কোটি খরচ। এগিয়ে আসে স্কুল, শহরবাসী। চিকিৎসার জন্য সোশ্যাল মিডিয়ায় আবেদনে সাড়া দেয় শহরবাসী। ৪৫ লাখ টাকা পর্যন্ত চিকিৎসার খরচ যোগানো হলেও শেষ রক্ষা হয়নি।

বাংলা পরীক্ষার দিনই একমাত্র সুস্থ ছিল থৈবি। তারপরও অসুস্থ অবস্থাতেই পেটে অসহ্য যন্ত্রণা নিয়ে পরীক্ষা দিয়ে যায় সে। তা সত্ত্বেও জেলাতে প্রথম (district topper) হয় থৈবি। তার প্রাপ্ত নম্বর – অঙ্ক ৯৮, ফিজিক্যাল সায়েন্স ৯৭, লাইফ সায়েন্স ৯৮, ইতিহাস ৯৫, ভূগোল ৯৫। থৈবির এতটাই মেধা ছিল। সুস্থ অবস্থায় পরীক্ষা দিতে পারলে হয়তো রাজ্যে টপ হতে পারত। এমনটাই দাবি স্কুলের শিক্ষিকাদের। পড়াশুনার বাইরে আঁকা, গান, এক্সট্রা ক্যারিকুলার সবেতেই সে ছিল টপ। তার রেজাল্ট দেখে চোখের জল বাঁধ মানছে না আত্মীয়, বন্ধু, স্কুলের।

spot_img

Related articles

ব্যাটারদের উজ্বল পারফরম্যান্সের দিনে হতশ্রী বোলাররা, অজিদের কাছে হার ভারতের

মহিলাদের একদিনের বিশ্বকাপে (ICC Women World Cup) অস্ট্রেলিয়ার(Australia) কাছে হার ভারতের(India)। দক্ষিণ আফ্রিকার পর এবার অজিদের বিরুদ্ধেও হারতে...

রেকর্ড তৃণমূলের! একদিনে ১০০ বিজয়া সমিলনী!

একদিকে উত্তরের বন্যা ও দুর্যোগবিধ্বস্ত এলাকায় ত্রাণ বিলি। অন্যদিকে, রাজ্যজুড়ে ব্লকে-ব্লকে বিজয়া সম্মিলনী কর্মসূচি পালন। ৫ অক্টোবর থেকে...

রবিবার সন্ধ্যায় ফের মেট্রো বিভ্রাট, চূড়ান্ত ভোগান্তিতে যাত্রীরা

রবিবার ছুটির সন্ধ্যায় ফের বিভ্রাট কলকাতা মেট্রোয়। মহানায়ক উত্তমকুমার (টালিগঞ্জ) স্টেশনের কাছে একটি রেকে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।...

উত্তরে দুর্যোগ, প্রশাসনের কাজের প্রশংসায় মুখ্যমন্ত্রী

উত্তরবঙ্গের বিপর্যয়ে সুপারহিরোর ভূমিকা নিয়েছে প্রশাসন। পুলিশ থেকে শুরু করে প্রশাসনের কর্তাব্যক্তিরা ঝাঁপিয়ে পড়েছেন উদ্ধারকার্যে। মুখ্যমন্ত্রীর পরদিনই ছুটে...