টানা ঝড় বৃষ্টিতে বিপর্যস্ত রাজধানী, বাংলাতেও রবিবার পর্যন্ত দুর্যোগের পূর্বাভাস 

Date:

Share post:

এক নাগাড়ে বৃষ্টি আর ঝড়ো হাওয়ার দাপটে কার্যত বিপর্যস্ত দিল্লিসহ এনসিআর (Delhi NCR)। রাজধানী এবং সংলগ্ন এলাকায় ঝড় বৃষ্টির দাপটের জেরে চারজনের মৃত্যুর খবর মিলেছে। শুক্রবার সকাল থেকে বিপর্যস্ত বিমান পরিষেবা। জলমগ্ন রাস্তায় ব্যাহত যান চলাচল। IMD সূত্রে জানা গেছে, ভোরবেলা প্রগতি ময়দান এলাকায় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৭৮ কিলোমিটার।দ্বারকায় (Dwarka ) ঝোড়ো হাওয়ায় একটি ঘর ভেঙে মৃত্যু তিন শিশুসহ এক মহিলার। রাজধানীতে মিনি ঘূর্ণিঝড়ের জেরে বিমান পরিষেবার সম্পূর্ণরূপে বিপর্যস্ত। আরকে পুরম, লাজপত নগর এবং দ্বারকা সম্পূর্ণ জলের তলায়। দিল্লি বিমানবন্দরের (Delhi Airport) ৩ নম্বর টার্মিনালে একটি লোহার কাঠামো ভেঙে পড়েছে। ৯০টি বিমান দেরিতে চলছে এবং ৪২টি ফ্লাইটকে অন্য পথে ঘুরিয়ে দেওয়া হয়েছে বলে খবর।

পশ্চিমবঙ্গেও ঝড় বৃষ্টির দুর্যোগ বাড়বে। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে বেশ কিছু জায়গায় কালবৈশাখীর দাপট সঙ্গে ঝেঁপে বৃষ্টি হয়েছে। বজ্রপাত এবং ঝড়ের দাপটে কলকাতা এবং শহরতলির বিস্তীর্ণ অংশে গাছ পড়েছে, জলমগ্ন হয়ে যায় একাধিক এলাকা। রাতের দিকে ব্যাহত হয় ট্রেন চলাচল। শুক্রবার সকালে রেল পরিষেবা স্বাভাবিক হলেও দুপুরের পর আবহাওয়া বদল এর পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস (Alipore Weather Department)। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় আজও বৃষ্টি হবে। শনিবার কলকাতা-সহ দক্ষিণের সব জেলাতেই ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। শহরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার গতি হতে পারে প্রায় ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা। রবিবার পর্যন্ত পারদ কিছুটা নিম্নমুখী হলেও সোমবার থেকে উষ্ণতা বাড়বে দক্ষিণবঙ্গে। উত্তরে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে।

 

 

spot_img

Related articles

শক্তি বাড়িয়ে সাগরে নতুন নিম্নচাপ, ফের দুর্যোগের তাণ্ডব বাংলায়!

মহালয়ার পর থেকে তৃতীয়ার রাত পর্যন্ত বৃষ্টিহীন দেবীপক্ষ পায়নি দক্ষিণবঙ্গ। চতুর্থীর সকালে আরও বড় অশনি সংকেত। ঠিক যখন...

বৃহস্পতিতে বঙ্গোপসাগরে নিম্নচাপ, পঞ্চমী থেকে রোজ বৃষ্টি দক্ষিণবঙ্গে!

দুর্গাপুজোর আনন্দে (Durga Puja 2025) মনের মানুষ সামিল হোন বা না হোন, ছাতা যে আপনার সঙ্গী হবেই সে...

ষষ্ঠী থেকে নবমীতে জোড়া ঘূর্ণাবর্ত: পুজোর পাঁচদিন স্বস্তি দেবে বৃষ্টি

বর্ষার বৃষ্টি যে শীত পর্যন্ত ডালপালা মেলেছে, তাতে শহরবাসী অভ্যস্ত হয়ে গিয়েছে। গোটা রাজ্যে কেনাকাটা থেকে পুজো দেখার...

ভেঙে পড়ল বিরাট জলের দেওয়াল! টাইফুনে লণ্ডভণ্ড হংকং

সতর্কতা ছিল। সেই মতো পদক্ষেপ নিয়েছিল হংকং প্রশাসন। তা সত্ত্বেও এড়ানো গেল না মৃত্যু মিছিল। টাইফুন রাগাসা-র দাপটে...