Saturday, November 15, 2025

টানা ঝড় বৃষ্টিতে বিপর্যস্ত রাজধানী, বাংলাতেও রবিবার পর্যন্ত দুর্যোগের পূর্বাভাস 

Date:

Share post:

এক নাগাড়ে বৃষ্টি আর ঝড়ো হাওয়ার দাপটে কার্যত বিপর্যস্ত দিল্লিসহ এনসিআর (Delhi NCR)। রাজধানী এবং সংলগ্ন এলাকায় ঝড় বৃষ্টির দাপটের জেরে চারজনের মৃত্যুর খবর মিলেছে। শুক্রবার সকাল থেকে বিপর্যস্ত বিমান পরিষেবা। জলমগ্ন রাস্তায় ব্যাহত যান চলাচল। IMD সূত্রে জানা গেছে, ভোরবেলা প্রগতি ময়দান এলাকায় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৭৮ কিলোমিটার।দ্বারকায় (Dwarka ) ঝোড়ো হাওয়ায় একটি ঘর ভেঙে মৃত্যু তিন শিশুসহ এক মহিলার। রাজধানীতে মিনি ঘূর্ণিঝড়ের জেরে বিমান পরিষেবার সম্পূর্ণরূপে বিপর্যস্ত। আরকে পুরম, লাজপত নগর এবং দ্বারকা সম্পূর্ণ জলের তলায়। দিল্লি বিমানবন্দরের (Delhi Airport) ৩ নম্বর টার্মিনালে একটি লোহার কাঠামো ভেঙে পড়েছে। ৯০টি বিমান দেরিতে চলছে এবং ৪২টি ফ্লাইটকে অন্য পথে ঘুরিয়ে দেওয়া হয়েছে বলে খবর।

পশ্চিমবঙ্গেও ঝড় বৃষ্টির দুর্যোগ বাড়বে। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে বেশ কিছু জায়গায় কালবৈশাখীর দাপট সঙ্গে ঝেঁপে বৃষ্টি হয়েছে। বজ্রপাত এবং ঝড়ের দাপটে কলকাতা এবং শহরতলির বিস্তীর্ণ অংশে গাছ পড়েছে, জলমগ্ন হয়ে যায় একাধিক এলাকা। রাতের দিকে ব্যাহত হয় ট্রেন চলাচল। শুক্রবার সকালে রেল পরিষেবা স্বাভাবিক হলেও দুপুরের পর আবহাওয়া বদল এর পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস (Alipore Weather Department)। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় আজও বৃষ্টি হবে। শনিবার কলকাতা-সহ দক্ষিণের সব জেলাতেই ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। শহরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার গতি হতে পারে প্রায় ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা। রবিবার পর্যন্ত পারদ কিছুটা নিম্নমুখী হলেও সোমবার থেকে উষ্ণতা বাড়বে দক্ষিণবঙ্গে। উত্তরে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে।

 

 

spot_img

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...