Sunday, May 4, 2025

জল্পনাটা বেশ কয়েকদিন ধরেই চলছিল। অবশেষে সেটাই হচ্ছে। রিচার্ড সেলিসকে(Richard Celis) ছেড়ে দিচ্ছে ইস্টবেঙ্গল(Eastbengal)। তাঁর খেলা নিয়ে লাল-হলুদ ম্যানেজমেন্ট একেবারেই সন্তুষ্ট নয়। ইতিমধ্যেই নতুন দল গড়ার কাজ শুরু হয়ে গিয়েছে। সেখানেই আর লাল-হলুদের পরিকল্পনায় নেই ভেনেজুয়েলার এই ফুটবলার। এবারের আইএসএলের(ISL) মাঝপথেই ভেনেজুয়েলার এই তরুণ ফুটবলারকে দলে নিয়েছিল ইস্টবেঙ্গল(Eastbengal)। কিন্তু সেভাবে নজর কাড়তে পারেননি তিনি। অস্কার ব্রুজোঁরও(Oscar Bruzon) পছন্দের তালিকায় নেই রিচার্ড সেলিস। শেষপর্যন্ত তাঁকে ছেড়ে দেওয়ারই সিদ্ধান্ত নিল লাল-হলুদ ম্যানেজমেন্ট।

এবারের আইএসএল(ISL) চলার মাঝেই ভেনেজুয়েলার রিচার্ড সেলিসকে(Richard Celis) নিয়ে এসেছিল লাল-হলুদ ব্রিগেড। যদিও তাঁর সঙ্গে এক বছরের চুক্তিই করেছিল ইস্টবেঙ্গল(Eastbengal) ম্যানেজমেন্ট। শুরু থেকেই কুঁচকিতে একটা চোট নিয়ে এসেছিলেন তিনি। মাঠে নেমে অবশ্য কয়েকটা ম্যাচে ভাল পারফরম্যান্স দেখালেও, এরপরই তাঁর ফর্ম পড়তে থাকে। বেশিরভাগ ম্যাচেই অতিরিক্ত স্কীল দেখাতে গিয়ে দলের গতি স্লো করে দেওয়ার পাশাপাশি সুযোগ তৈরি করতে না পারা নিয়েও সমালোচনার মুখে পড়েছিলেন রিচার্ড সেলিস(Richard Celis)।

তাঁকে ছেড়ে দেওয়ার কথা প্রাক্তন থেকে বিশেষজ্ঞ সকলের মুখেই বারবার শোনাযাচ্ছিল। এমনকি কোচ অস্কার ব্রুজোঁও(Oscar Bruzon) যে খুব একটা তাঁর পারফরম্যান্সে খুশি ছিলেন না সেই ইঙ্গিতও বারবার দিয়েছিলেন। আইএসএলের পর সুপার কাপই ছিল ইস্টবেঙ্গলের ফুটবলারদের কাছে শেষ সুযোগ। সেখানেও চূড়ান্ত ব্যর্থ রিচার্ড সেলিস। প্রথম ম্যাচে কেরালা ব্লাস্টার্সের কাছে বিশ্রীভাবে হেরে ছিটকে গিয়েছিল ইস্টবেঙ্গল।

এরপরই সেলিসকে ছাড়া নিয়ে একটা গুঞ্জন শুরু হয়েছিল। শোনাযাচ্ছে রিচার্ড সেলিসকে ছাড়ার সিদ্ধান্ত হয়ে গিয়েছে। তাঁকে হয়ত এই কথা জানিয়েও দেওয়া হয়েছে। তবে এখনও পর্যন্ত সরকারীভাবে সেই কথা ইস্টবেঙ্গলের তরফে ঘোষণা করা হয়নি। তবে সেলিস চ্যাপ্টার ইস্টবেঙ্গলে শেষ। নতুন মরসুমের জন্য এখন থেকেই ভালো ফুটবলার খোঁজ শুরু হয়ে গিয়েছে ইস্টবেঙ্গলে।

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version