মাধ্যমিকে বাড়ল পাশের হার, ছাত্রদের পিছনে ফেলে এগিয়ে বাংলার কন্যাশ্রীরা 

Date:

Share post:

২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল (Madhyamik result 2025) প্রকাশিত হতেই দেখা গেল গত বছরের তুলনায় এই বছর পাশের হার বেড়েছে। ২০২৪ সালে মাধ্যমিক পরীক্ষায় ৮৬.৩১ শতাংশ পরীক্ষার্থী কৃতকার্য হয়েছিলেন। এ বছর পাশের হার ৮৬.৫৬ শতাংশ। ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে বাংলার কন্যাশ্রীরা। চলতি বছরের মাধ্যমিকের ছাত্রীদের সংখ্যা বেশি ছিল। ফলাফল ঘোষণা হতেই দেখা গেল ছেলেদের থেকে মেয়েরাই এগিয়ে রয়েছে। মেয়েদের মধ্যে রাজ্যে প্রথম হয়েছেন ঈশানী চক্রবর্তী (Ishani Chakraborty), প্রাপ্ত নম্বর ৬৯৩। তিনি বাঁকুড়া কোতুলপুর সরোজ বাসিনী স্কুলের ছাত্রী। মেধা তালিকার প্রথম দশে তাঁর স্থান তৃতীয়।

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)ছাত্রীদের পড়াশোনার যাতে কোন অসুবিধা না হয় সেই কারণে কন্যাশ্রী প্রকল্প চালু করেন। আজ রাজ্যের প্রতিটি ঘরে মেয়েরা স্কুলে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ পেয়ে যায়। স্কুল স্তরে কন্যাশ্রী প্রকল্প প্রত্যেক ছাত্রীকে বিনা আর্থিক বাধায় পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য যথেষ্ট সাহায্য করেছে। মেয়েদের মধ্যে পড়াশোনা করার আগ্রহ বেড়েছে। আর বাংলার মেয়েরা কঠোর পরিশ্রম প্রতিভার জুড়ে নিজেদের দক্ষতা প্রমাণ করতে পেরেছে। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে দেখা গেল প্রথম দশের মেধা তালিকায় সাত জন ছাত্রী রয়েছেন। যা নিঃসন্দেহে যথেষ্ট গর্বের। মাধ্যমিকে মেয়েদের মধ্যে প্রথম ঈশানির স্বপ্ন পদার্থবিদ্যা নিয়ে পড়াশোনা করে গবেষক হওয়ার। তাঁর সাফল্যে উচ্ছ্বসিত পরিবার- শিক্ষকরা। এ বছর পাশের নিরিখে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর, সেখানে ৯৬.৪৬ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন বলে জানা গেছে।

spot_img

Related articles

তামিলনাড়ুতে পদপিষ্টের ঘটনায় মৃতের সংখ্যা বাড়ছে, ক্ষতিপূরণ ঘোষণা সরকারের

তামিলনাড়ুর কারুরে অভিনেতা বিজয়ের রাজনৈতিক মিছিলে পদপিষ্ট হয়ে মৃতের সংখ্যা ক্রমেই বাড়ছে। শনিবার রাতে মৃতের সংখ্যা ছিল ৩৬।...

বোধনের আনন্দ ফিকে করে দেবে বৃষ্টি? জেনে নিন রবিবারের আবহাওয়ার আপডেট

দুর্গা পুজোর (Durga puja) আনন্দে মাতোয়ারা বাংলা। উত্তর থেকে দক্ষিণ প্রাণের পুজোয় মেতে উঠেছে ৮ থেকে ৮০। রবিবার...

হিমালয়ের জলে তৈরি ভদকা: উৎসবের মরশুমে বাড়ছে চাহিদা

সোমরস থেকে মদিরা। ভারতের পৌরাণিক ইতিহাসের সঙ্গে জড়িয়ে সুরার কাহিনী। তবে বিদেশী সুরার চাপে বহু যুগ পথভ্রষ্ট দেশীয়...

শংসাপত্র জমা না দিলে সংরক্ষণের সুবিধা মিলবে না, জানাল এসএসসি

নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা। উত্তরপত্রও ইতিমধ্যেই আপলোড করা হয়েছে। এরই মাঝে কমিশনের তরফে জানানো হয়েছিল,...