Sunday, November 9, 2025

আঁকতে ভালোবাসেন মাধ্যমিক টপার আদৃত, মেয়েদের মধ্যে প্রথম ঈশানীর লক্ষ্য গবেষণা

Date:

প্রকাশিত হয়েছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল (Madhyamik Result 2025)। শুক্রবার, ২ মে, সকাল ৯টায় মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় (Ramanuj Gangopadhyay) মেধা তালিকা ঘোষণা করেন। প্রথম দশে রয়েছেন ৬৬ জন। যাঁদের মধ্যে, প্রথম স্থানে- ১ জন, দ্বিতীয় স্থানে- ২ জন, তৃতীয় স্থানে- ১ জন, চতুর্থ স্থানে- ২ জন, পঞ্চম স্থানে- ৪ জন, ষষ্ঠ স্থানে- ৫ জন, সপ্তম স্থানে-৫ জন, অষ্টম স্থানে- ১৬ জন, নবম স্থানে- ১৪ জন, দশম-১৬ জন। ৭০০ মধ্যে ৬৯৬ নম্বর পেয়ে রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের ছাত্র আদৃত সরকার (Adrit Sarkar) রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন। মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন বাঁকুড়ার ঈশানী চক্রবর্তী (Ishani Chakraborty)। রাজ্যের মেধা তালিকার নিরিখে তাঁর স্থান তৃতীয়। এদিন সকালে পরীক্ষার ফল ঘোষণা হতেই কেঁদে ফেলেন টপার আদৃত। বরাবরের মেধাবী এই ছাত্র ভবিষ্যতে মেডিক্যাল নিয়ে পড়াশোনা করতে চাইলেও ছবি আঁকার প্রতি তাঁর বরাবরের ভালোবাসা। ১২ জন গৃহশিক্ষকের কাছে পড়াশুনা করে এসেছে সাফল্য। আদৃতের বাড়ি জুড়ে এখন উৎসবের আমেজ।

চলতি বছর মাধ্যমিকে যুগ্মভাবে দ্বিতীয় স্থান অধিকার করেছেন মালদহ রামকৃষ্ণমিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের অনুভব বিশ্বাস (Anubhav Biswas) এবং বিষ্ণুপুর হাইস্কুল বাঁকুড়ার সৌম্য পাল (Soumya Paul)। দু’জনেরই প্রাপ্ত নম্বর ৬৯৪। মাত্র দু’নম্বরের জন্য প্রথম হওয়া হাতছাড়া হয়ে গেল। তাতে খুব একটা দুঃখ পাননি সৌম্য। গতে বাঁধা পড়াশোনার নিয়ম তাঁর কোনদিনই পছন্দ নয়। ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেছেন কৃতি। অনুভবের কথায়, রামকৃষ্ণ মিশনের (Ramakrishna mission) পড়াশোনার মধ্যেই লুকিয়ে থাকে সাফল্যের চাবিকাঠি। অনুভব আগামী দিনে ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চান। মাধ‍্যমিকে মেয়েদের মধ‍্যে প্রথম এবং রাজ‍্যে তৃতীয় ঈশানী চক্রবর্তী। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৩। মায়ের হাতে মিষ্টি খেতে খেতে ঈশানী জানালেন, তাঁর স্বপ্ন পদার্থবিদ্যা নিয়ে পড়াশোনা করে গবেষক হওয়ার।তাঁর কথায়, “পরীক্ষা খুব ভাল হয়েছিল। তবে, এত ভাল ফলাফল হবে ভাবিনি। প্রথমে মা টিভি দেখে আমাকে জানায়। আমি বিশ্বাস করতে পারছিলাম না।” মাধ্যমিক উত্তীর্ণ সকলকে শুভকামনা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী দুজনেই।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version