নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এক যুবককে ২০ বছরের কঠোর কারাদণ্ড দিল জলপাইগুড়ির বিশেষ পকসো আদালত। শনিবার এই রায় ঘোষণা করেন বিচারক। আদালত অভিযুক্তকে ৫০ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন এবং নাবালিকার পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা দিতে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

ঘটনাটি ২০২১ সালের। ময়নাগুড়ি এলাকায় এক প্রতিবেশী যুবক নাবালিকাকে ফুঁসলিয়ে একটি গোডাউনে নিয়ে গিয়ে শারীরিক অত্যাচার করে বলে অভিযোগ। পরবর্তীতে পরিবারের সদস্যরা মেয়েটিকে উদ্ধার করে এবং ময়নাগুড়ি থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে তোলে। দীর্ঘ শুনানি পর্ব শেষে শনিবার বিচারক অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন। আদালতের এই রায় নাবালিকার পরিবার ও এলাকার বাসিন্দাদের মধ্যে স্বস্তি এনে দিয়েছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন – দিলীপ ঘোষকে কালো পতাকা দেখিয়ে অভ্যাস! দলবদলু বিজেপি নেতাদের তীব্র খোঁচা প্রাক্তন রাজ্য সভাপতির

_

_

_

_

_

_

_

_

_

_

_

_