বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ কে-র দফতরে আইটি অফিসের উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul Supriya)। ছিলেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ (Kunal Ghosh), সংস্থার কর্ণধার সমিত রায় (Samit Ray), তাঁর পুত্র রজতশুভ্র রায় প্রমুখ। ভিডিও স্ক্রিনে ছিলেন সংস্থার কলকাতা, দুবাই, বেঙ্গালুরু, ওড়িশার কর্তারা।

রাজ্যে কম্পিউটার আনার ক্ষেত্রেই আপত্তি ছিল বামেদের। ফলে অন্য রাজ্যের তুলনায় দেরিতে শুরু হলেও বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) নেতৃত্বে আইটি বান্ধব নীতিতে এগিয়ে যাচ্ছে বাংলা। তারই পদক্ষেপ লন্ডনে। অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ কে অফিস খুলল সেন্ট্রাল লন্ডনের প্রাণকেন্দ্র ট্রাফালগর স্কোয়ারের পাশে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় শিল্প বান্ধব পরিবেশের কথা তুলে ধরেন বাবুল। একইসঙ্গে বাঙালি লন্ডনে টেক কনসালট্যান্সি অফিস করায় অভিনন্দন জানান তিনি।
কুণাল ঘোষ (Kunal Ghosh) তাঁর বক্তব্যে যেভাবে তথ্যপ্রযুক্তির মাধ্যমে বাংলায় বিভিন্ন প্রকল্পের উন্নয়ন করা হচ্ছে, তা তুলে ধরেন। বাংলার মুখ্যমন্ত্রীর আইটি বান্ধব নীতির সুখ্যাতি করেন তিনি। রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয় ও অ্যাডামাসের কর্ণধার সমিত রায়ের উদ্যোগের প্রশংসা করেন কুণাল ঘোষ। তাঁর কথায়, কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার লন্ডন অফিস উদ্বোধনের বিষয়টা দারুণ।
আরও খবর: সাত লাখি কলম! মনের মতো লেখার টানে পেন উৎসবে কলকাতার মানুষ

–

–

–

–

–

–

–

–

–

–
