Monday, November 10, 2025

দিলীপ ঘোষকে কালো পতাকা দেখিয়ে অভ্যাস! দলবদলু বিজেপি নেতাদের তীব্র খোঁচা প্রাক্তন রাজ্য সভাপতির

Date:

Share post:

দিলীপ ঘোষকে কালো পতাকা দেখিয়ে অভ্যাস। দলবদলু বিজেপি নেতারা এখনও সেই অভ্যাস ছাড়তে পারেননি। দিঘার জন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটনে যাওয়ায় তাঁকে আক্রমণের পাল্টা মোক্ষম খোঁচা দিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। চ্যালেঞ্জ ছুঁড়ে তিনি বলেন, হিম্মত থাকলে তৃণমূল নেতাদের কালো পতাকা দেখান বঙ্গ বিজেপির ২১-এর নেতারা। বিজেপি নেতৃত্বকে বিঁধে তিনি বলেন, “এখন একটা ইস্যু চলছে দিলীপ ঘোষের বিরোধিতা। যাঁরা বিরোধীদলে থেকে আমার কিছু করতে পারেনি, তাঁরা বিজেপিতে থেকে আমার কী উপড়ে নেবে?“

গতবারের বিধানসভা নির্বাচন থেকেই দিলীপকে কোণঠাসা করছেন বঙ্গ বিজেপির নব্য নেতৃত্ব। তাঁর কেন্দ্র থেকে সরিয়ে এনে এমন জায়গা থেকে দাঁড় করানো হল, যেখানে তিনি জিততে পারলেন না। এর পরেই দলীয় নেতাদের সঙ্গে দূরত্ব বাড়ে দিলীপের (Dilip Ghosh)। সম্প্রতি হঠাৎ খবর পাওয়া যায়, বিয়ে করছেন দিলীপ ঘোষ। সেই খবরও বিজেপির কেউ নন, দিয়েছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। এই পরিস্থিতিতেই মুখ্যমন্ত্রীর সৌজন্যের সাড়া দিয়ে দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে সস্ত্রীক গিয়েছিলেন বিজেপি নেতা। সেই বিষয় নিয়ে দলবদলু বিজেপি (BJP) নেতৃত্ব তাঁকে কটাক্ষ করেন। কিন্তু সেই বিষয়ে বিন্দুমাত্র বিচলিত নন দিলীপ। বুধবারের পর থেকেই এই ধরনের আক্রমণের জবাব সোজাসুজি দিচ্ছেন তিনি।
আরও খবররুফটপ রেস্তরাঁ নিয়ে কড়া পদক্ষেপ! পুলিশের তালিকায় ৮৩টি রেস্তরাঁ 

শনিবার, দিলীপ বলেন, এখন যাঁরা বিজেপিতে থেকে তাঁর সমালোচনা করছেন, তাঁরাই একসময় তৃণমূলের (TMC) হয়ে বিজেপিকে আক্রমণ করেছেন। বিজেপি নেতার কথায়, মুখ্যমন্ত্রীর সৌজন্যের সাড়া দিয়ে দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে সস্ত্রীক গিয়েছিলেন। এর পরেই তীব্র কটাক্ষ করে দিলীপ বলেন, যাঁরা তাঁকে আক্রমণ করছেন, তাঁরা সব ২১-এর বিজেপি। “এঁরা আজ বিজেপি-তে কাল তৃণমূলে। কিন্তু দিলীপ ঘোষ কখন বিজেপি ছাড়বে না। এঁরা একরাত কাটায় বিজেপির বাড়িতে, একরাত তৃণমূলের বাড়িতে।“ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বলেন, “সবাই দিলীপ ঘোষকে ডাকে। সেই কারণেই যায়। এখানে গিয়েছি, ঠিক করেছি।“ বিজেপি নেতৃত্বকে বিঁধে তিনি বলেন, “এখন একটা ইস্যু চলছে দিলীপ ঘোষের বিরোধিতা। যাঁরা বিরোধীদলে থেকে আমার কিছু করতে পারেনি, তাঁরা বিজেপিতে থেকে আমার কী উপড়ে নেবে?“

spot_img

Related articles

দিল্লির ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা, গভীর শোক প্রকাশ বাংলার মুখ্যমন্ত্রীর

দিল্লির (Delhi) লালকেল্লার মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে দাঁড়িয়ে থাকা গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা। শেষ...

শহুরে পরিবহনে মডেল বাংলা! জাতীয় স্বীকৃতি ‘যাত্রী সাথী’-কে

রাজ্য সরকারের মুকুটে আরও একটি সাফল্যের পালক। কেন্দ্রের আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের তরফে এ বার জাতীয় স্বীকৃতি পেল...

ভোটার তালিকায় নাম নেই সস্ত্রীক সব্যসাচী দত্তের, কমিশনের ভূমিকা নিয়ে ক্ষোভ তৃণমূলের

সস্ত্রীক সব্যসাচী দত্তের নাম নেই ইলেক্টোরাল ড্রাফট রোলে! এদিকে তিনি ১৯৯৫ সাল থেকে বিধাননগরের কাউন্সিলর। ২০০০ সালেও কাউন্সিলর।...

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী, বন্যা–ধসের ক্ষয়ক্ষতির পর্যালোচনা

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির পুনর্গঠন ও পুনর্বাসনের অগ্রগতি খতিয়ে দেখতে সোমবার প্রশাসনের...