Sunday, May 4, 2025

দিলীপ ঘোষকে কালো পতাকা দেখিয়ে অভ্যাস! দলবদলু বিজেপি নেতাদের তীব্র খোঁচা প্রাক্তন রাজ্য সভাপতির

Date:

Share post:

দিলীপ ঘোষকে কালো পতাকা দেখিয়ে অভ্যাস। দলবদলু বিজেপি নেতারা এখনও সেই অভ্যাস ছাড়তে পারেননি। দিঘার জন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটনে যাওয়ায় তাঁকে আক্রমণের পাল্টা মোক্ষম খোঁচা দিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। চ্যালেঞ্জ ছুঁড়ে তিনি বলেন, হিম্মত থাকলে তৃণমূল নেতাদের কালো পতাকা দেখান বঙ্গ বিজেপির ২১-এর নেতারা। বিজেপি নেতৃত্বকে বিঁধে তিনি বলেন, “এখন একটা ইস্যু চলছে দিলীপ ঘোষের বিরোধিতা। যাঁরা বিরোধীদলে থেকে আমার কিছু করতে পারেনি, তাঁরা বিজেপিতে থেকে আমার কী উপড়ে নেবে?“

গতবারের বিধানসভা নির্বাচন থেকেই দিলীপকে কোণঠাসা করছেন বঙ্গ বিজেপির নব্য নেতৃত্ব। তাঁর কেন্দ্র থেকে সরিয়ে এনে এমন জায়গা থেকে দাঁড় করানো হল, যেখানে তিনি জিততে পারলেন না। এর পরেই দলীয় নেতাদের সঙ্গে দূরত্ব বাড়ে দিলীপের (Dilip Ghosh)। সম্প্রতি হঠাৎ খবর পাওয়া যায়, বিয়ে করছেন দিলীপ ঘোষ। সেই খবরও বিজেপির কেউ নন, দিয়েছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। এই পরিস্থিতিতেই মুখ্যমন্ত্রীর সৌজন্যের সাড়া দিয়ে দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে সস্ত্রীক গিয়েছিলেন বিজেপি নেতা। সেই বিষয় নিয়ে দলবদলু বিজেপি (BJP) নেতৃত্ব তাঁকে কটাক্ষ করেন। কিন্তু সেই বিষয়ে বিন্দুমাত্র বিচলিত নন দিলীপ। বুধবারের পর থেকেই এই ধরনের আক্রমণের জবাব সোজাসুজি দিচ্ছেন তিনি।
আরও খবররুফটপ রেস্তরাঁ নিয়ে কড়া পদক্ষেপ! পুলিশের তালিকায় ৮৩টি রেস্তরাঁ 

শনিবার, দিলীপ বলেন, এখন যাঁরা বিজেপিতে থেকে তাঁর সমালোচনা করছেন, তাঁরাই একসময় তৃণমূলের (TMC) হয়ে বিজেপিকে আক্রমণ করেছেন। বিজেপি নেতার কথায়, মুখ্যমন্ত্রীর সৌজন্যের সাড়া দিয়ে দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে সস্ত্রীক গিয়েছিলেন। এর পরেই তীব্র কটাক্ষ করে দিলীপ বলেন, যাঁরা তাঁকে আক্রমণ করছেন, তাঁরা সব ২১-এর বিজেপি। “এঁরা আজ বিজেপি-তে কাল তৃণমূলে। কিন্তু দিলীপ ঘোষ কখন বিজেপি ছাড়বে না। এঁরা একরাত কাটায় বিজেপির বাড়িতে, একরাত তৃণমূলের বাড়িতে।“ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বলেন, “সবাই দিলীপ ঘোষকে ডাকে। সেই কারণেই যায়। এখানে গিয়েছি, ঠিক করেছি।“ বিজেপি নেতৃত্বকে বিঁধে তিনি বলেন, “এখন একটা ইস্যু চলছে দিলীপ ঘোষের বিরোধিতা। যাঁরা বিরোধীদলে থেকে আমার কিছু করতে পারেনি, তাঁরা বিজেপিতে থেকে আমার কী উপড়ে নেবে?“

spot_img
spot_img

Related articles

Gold Silver Rate: আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে

৪ মে রবিবার ২০২৫১ গ্রাম        ১০ গ্রামপাকা সোনার বাট       ৯৩৯০ ₹    ৯৩৯০০...

আইরিশ গাল্রফ্রেন্ডের সঙ্গে নতুন পথ চলা শুরু শিখর ধওয়ানের

নতুন সম্পর্কের পথে চলা শুরু শিখর ধওয়ানের(Shikhar Dhawan)। হ্যাঁ কয়েকদিন আগে তিনি নিজেই সোশ্যাল মিডিয়াতে সেই কথা জানিয়ে...

রাষ্ট্রপতি শাসন! রাজ্যপালের সামশেরগঞ্জ-রিপোর্ট বিজেপি-কে খুশি করতে, তোপ তৃণমূলের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে অশান্তির প্রায় একমাস পার। জনজীবন স্বাভাবিক করে স্থানীয় মানুষ নিত্যদিনের কাজ থেকে ব্যবসা বাণিজ্য স্বাভাবিক করেছে।...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৪ মে (রবিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.০১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৮২ টাকাদিল্লিতে লিটার প্রতি...