গুজরাটের সুরাটে এক নাবালককে অপহরণ করার অভিযোগ ওঠে তার শিক্ষিকার বিরুদ্ধে। পরিবারের অভিযোগ পেয়ে পুলিশ একটি বাস থেকে দুজনকে উদ্ধার করে। তারপরই সামনে আসে শিক্ষিকা গর্ভবতী (pregnant)। তিনি দাবি করেন, ওই নাবালকের সন্তানের মা হতে চলেছেন তিনি। জিজ্ঞাসাবাদে ছাত্রও সেকথা স্বীকার করে। ঘটনায় পকসো (POCSO) আইনে মামলা রুজু হয়েছে শিক্ষিকার বিরুদ্ধে।
সুরাটের নাবালকের পরিবার ২৬ এপ্রিল তাদের ছেলের নিখোঁজ হওয়ার অভিযোগ জানায়। এরপরই তদন্তে নামে গুজরাট পুলিশ। এরপর জয়পুর থেকে গুজরাট (Gujarat) ফিরতি একটি বাসে দুজনকে পায় পুলিশ। শিক্ষিকাকে গ্রেফতার করার পরে তাঁর মেডিক্যাল পরীক্ষা করতে গিয়েই জানা যায় তিনি গর্ভবতী (pregnant)।
ওই শিক্ষিকার কাছে ওই নাবালক ছাত্র কয়েক বছর ধরে পড়ত। নাবালক স্বীকার করেছে তাঁদের মধ্যে যৌন সম্পর্ক ছিল। শিক্ষিকা গর্ভবতী হয়ে যাওয়াতেই তারা পালানোর পরিকল্পনা করে। পালিয়ে আহমেদাবাদ হয়ে দিল্লি ও জয়পুর থেকে তারা গুজরাটে ফিরছিল। সেই সময়ই পুলিশ তাদের ধরে ফেলে। নাবালককে যৌন হেনস্থা করায় শিক্ষিকার বিরুদ্ধে পকসো (POCSO) আইনে মামলা রুজু করেছে পুলিশ।
–
–
–
–
–
–
–
–
–
–
–